শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রুক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ভুটানের প্রধানমন্ত্রী অবতরণ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য নিশ্চিত করেছে।
অবতরণের পর দুই নেতা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত বৈঠক করেন। সেখানে প্রধানমন্ত্রী টোবগে শুক্রবারের ভূমিকম্পে বাংলাদেশের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
পরে ভুটানের প্রধানমন্ত্রীকে অস্থায়ী অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়। তাকে ১৯ বার তোপধ্বনির সালাম এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
বিমানবন্দর ত্যাগের পর শেরিং টোবগে ঢাকার সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন।
বিকেলে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এরপর বিকেল ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে তাকে সাক্ষাৎ করবেন।
সন্ধ্যায় তার সম্মানে আয়োজিত একটি সরকারি ভোজসভায়ও উপস্থিত থাকার কথা রয়েছে।