শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের রাজী ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফজলুর রহমান বলেন, তার রাজনৈতিক আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা থেকে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। তিনি সেক্টর ও ব্রিগেড কমান্ডার ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন; সেই শহীদ জিয়াই বিএনপি গড়েছেন। আমি মুক্তিযোদ্ধার দলে আছি।
নিজেকে ধর্মবিরোধী বলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি মুসলমান ঘরে জন্মেছি, পাঁচ বছর বয়সে মসজিদ-মাদ্রাসায় ভর্তি হয়েছি। ধর্মের বিষয়ে আমার বিরুদ্ধে যারা কথা বলে, তারা মিথ্যাবাদী, বেইমান, রাজাকার, স্বাধীনতাবিরোধী।’
জামায়াতে ইসলামী তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে দাবি করে ফজলুর রহমান বলেন, ৫ আগস্টের পর দলটি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। যারা বলে ৭১-এ যুদ্ধ হয়নি, পাকিস্তান থেকে কেউ এলে বড় জ্যাঠা এসেছে- আমি তাদের বিরুদ্ধে। বাংলাদেশই থাকবে, এটাই আমার লড়াই।’
মুক্তিযুদ্ধের মূল্যবোধ অস্বীকারকারীদের বিরুদ্ধে মাঠে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘৩০ লাখ শহীদের রক্ত, দুই লাখ মা-বোনের সম্ভ্রম, নির্বাসনে যাওয়া এক কোটি মানুষ- এসব ইতিহাস মুছে ফেলা যাবে না।’
কর্মী সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় নেতারা।