×
  • প্রকাশিত : ২০২৫-১১-১৯
  • ২০ বার পঠিত

আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি সহযোগিতা এবং আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলেরই ওয়াদা এবং নির্বাচন কমিশন দেশের মানুষের কাছে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ওয়াদাবদ্ধ।

বুধবার নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপকালে সিইসি এ মন্তব্য করেন।

নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের ওপর জোর দিয়ে সিইসি বলেন, আচরণবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমিশনের প্রত্যাশা সব রাজনৈতিক দল তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে।

সিইসি নাসির উদ্দিন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি এবং এর প্রধান শর্ত আচরণবিধি মেনে চলা।

তিনি মনে করেন, নির্বাচন সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও রাজনৈতিক দলগুলোর ভূমিকা বড়। রাজনৈতিক দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না।

ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন সিইসি। তিনি আশা প্রকাশ করেন, সব দল নিজ নিজ কর্মীদের মাধ্যমে ভোটারদের ভোটকেন্দ্রে আনতে উৎসাহিত করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat