×
  • প্রকাশিত : ২০২৫-১১-১৫
  • ১২ বার পঠিত

ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য জম্মু-কাশ্মিরের শ্রীনগরের নওগাম থানায় শুক্রবার (১৪ নভেম্বর) মধ্যরাতে ঘটে ভয়াবহ বিস্ফোরণ, যেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কমপক্ষে ৯ জনের প্রাণহানি ঘটে

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি কাশ্মিরের ফরিদাবাদ এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। থানা চত্বরে সেই বিস্ফোরক পরীক্ষা-নিরীক্ষার সময় বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করেছেন, নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।

জব্দকৃত বিস্ফোরকের মধ্যে বেশিরভাগই ছিল অ্যামোনিয়াম নাইট্রেট। পুলিশ ও ফরেনসিক দল যখন সেগুলো পরীক্ষা করছিল, তখনই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় থানার চত্বরে থাকা কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং স্থাপনাটির একাংশ ধসে পড়ে। এমনকি ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ ফুট দূরে মরদেহের অংশ ছিটকে যায়।

তদন্তকারীরা ধারণা করছেন, সন্দেহভাজনরা তড়িঘড়ি করে আইইডি তৈরি করায় সেগুলো সঠিকভাবে সক্রিয় হয়নি। ফলে বিস্ফোরণের প্রকৃত ধ্বংসক্ষমতা অনুযায়ী বড় ধরনের ক্ষতি করতে তারা ব্যর্থ হয়েছে।

নিহতদের মরদেহ বর্তমানে শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে রাখা হয়েছে। ধ্বংসস্তূপে কেউ আটকে আছে কিনা তা নিশ্চিত করতে উদ্ধারকাজ এখনো চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat