×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-১০-১১
  • ৯৪ বার পঠিত

গাজায় শুক্রবার শুরু হওয়া যুদ্ধবিরতি টিকে থাকবে বলেই বিশ্বাস করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ইসরায়েল ও হামাস এখন যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েছে। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘এটা টিকবে। আমার মনে হয় এটা টিকবে। সবাই যুদ্ধ করে ক্লান্ত।’

 ট্রাম্প জানান, এই সপ্তাহের শেষে তিনি ইসরাইল ও গাজা চুক্তির মধ্যস্থতাকারী দেশ মিশর সফরে যাচ্ছেন। তিনি বলেন, সোমবার মিশরের কায়রোতে তিনি বহু নেতার সঙ্গে বৈঠক করবেন। আলোচনার বিষয় হবে যুদ্ধবিধ্বস্ত গাজার ভবিষ্যৎ।

 তার আগে একই দিনে তিনি ইসরায়েল সফর করবেন এবং দেশটির পার্লামেন্টে বক্তব্য রাখবেন বলেও জানান। ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে বৃহত্তর শান্তির পথ খুলে দেবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এখনও কিছু ছোট ছোট উত্তেজনাপূর্ণ জায়গা আছে। কিন্তু সেগুলো খুবই ছোট, সহজেই নিয়ন্ত্রণে আনা যাবে। সেই আগুন খুব দ্রুত নিভে যাবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat