×
  • প্রকাশিত : ২০২২-০৮-২২
  • ১২৯ বার পঠিত
পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরে সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও চার সেনা। রোববার ভোরে আজাদ কাশ্মীরের বাগ জেলায় হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর। খবর দ্য ডনের।

পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— রোববার বাগ জেলায় সেনাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে ডুবে গেলে পাকিস্তান সেনাবাহিনীর ৯ সেনা নিহত হন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, সেনাসদস্যরা তাদের নিয়মিত দায়িত্ব পালনের সময় বাগ জেলার সুজাবাদে এ ঘটনা ঘটে। আহতদের রাওয়ালপিন্ডিতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া নিহতদের জানাজা রোববার মোংলা গ্যারিসনে অনুষ্ঠিত হয়েছে।

রাওয়ালপিন্ডি কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ মির্জা এবং অন্যান্য সামরিক কর্মকর্তা এ জানাজায় অংশ নেন। আইএসপিআর জানিয়েছে, নিহত সেনাদের লাশ তাদের নিজ শহরে পাঠানো হবে এবং পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হবে।

এদিকে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী সরদার তানভীর ইলিয়াস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat