×
  • প্রকাশিত : ২০২২-০৮-২২
  • ১২৪ বার পঠিত
তরুণ পরিচালক নুহাশ হ‌ুমায়ূন আবারও স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মশারি’ দিয়ে সুখবর দিলেন। আজ রোববার সকালে তিনি ফেসবুকে নিজের এ অর্জনের খবর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন। তাঁর নির্মিত ‘মশারি’ যুক্তরাষ্ট্রের হলিশর্টস ফিল্ম উৎসবে সেরা হরর সিনেমার পুরস্কার জয় করেছে। গতকাল শনিবার উৎসবের শেষ দিনে পুরস্কার ঘোষণা করা হয়। এমন সম্মাননায় যুক্তরাষ্ট্র থেকে উচ্ছ্বাস প্রকাশ করেন নুহাশ জানান, এটা তাঁর জন্য অনেক সম্মানের।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ১১ আগস্ট থেকে শুরু হওয়া হোলিশটস ফিল্ম উৎসবের শেষ দিন ছিল গতকাল। এদিন পুরস্কারপ্রাপ্ত ছবিগুলোর নাম ঘোষণা করা হয়। নুহাশ হ‌ুমায়ূন নিজেও উৎসবে আমন্ত্রিত ছিলেন। পুরস্কার ঘোষণার সময় হঠাৎ যেন চমকে ওঠেন। কারণ, তাঁর সিনেমাই সেরা। নিজেই পুরস্কার গ্রহণ করেন। তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলো এই উৎসবে অংশ নেয়। সেখানে আমার সিনেমাটি সেরা হরর পুরস্কার পেয়েছে। একই সঙ্গে প্রতিযোগিতা বিভাগে সেরা ৮ নম্বরে ছিল। অস্কার কোয়ালিফাইং উৎসবের এমন অর্জন আমার জন্য সম্মানের।’

‘মশারি’ চলচ্চিত্রের এমন অর্জনে খুশি ছবির অভিনয়শিল্পী সুনেরাহ বিনতে কামাল। খুশির খবর সঙ্গে সঙ্গেই ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন। তিনি বলেন, ‘নির্মাণের পর ছবিটি বিশ্বের যেখানেই গেছে, সব জায়গা থেকে সম্মান বয়ে এনেছে। একজন অভিনয়শিল্পী হিসেবে এটা নিঃসন্দেহে অনেক গৌরবের। খবরটি জানার পর নুহাশের সঙ্গে অনেকক্ষণ কথা হলো, তারা নাকি আমার অভিনয়েরও প্রশংসা করছে। এসব তো ভীষণ অনুপ্রেরণার।’

এর আগেও নুহাশ হ‌ুমায়ূনের ‘মশারি’ অস্কার কোয়ালিফাইং চলচ্চিত্র উৎসব ‘আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ন্যারেটিভ শর্ট বিভাগে গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছিল। সেই সময় ‘অস্কার কোয়ালিফাইং’ প্রসঙ্গে নুহাশ বলেছিলেন, ‘বিশ্বে অনেক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আছে, যেগুলোর পুরস্কার বিজয়ী সব সিনেমাকে “অস্কার কোয়ালিফাইং” বিবেচনা করা হয়। আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যাল সেগুলোর মধ্যে একটি উৎসব। এটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য ভালো খবর। ফিল্মটি নিয়ে যত দূর যাওয়া যায়, সেই চেষ্টা করব।’

উদীয়মান নির্মাতাদের উৎসাহ দিতে অর্থ তহবিল, সহপ্রযোজনাসহ নানা ধরনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কানের মার্শে দ্যু ফিল্ম বাজারে অংশ নিয়েছিল ‘মশারি’। তখন ‘ফ্যান্টাস্টিক সেভেন’ ইভেন্টের আয়োজনে যুক্ত হয় কান। উদ্যোগটি নিয়েছিল সিটজেস-ইন্টারন্যাশনাল ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভ্যাল। কানের আগে যুক্তরাষ্ট্রের ‘সাউথ বাই সাউথওয়েস্ট’ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল ‘মশারি’। পরে ‘ইন্ডিমিম ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ছবিটি প্রশংসিত হয়। গত মাসে কোরিয়ার একটি উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছিল। সুনেরাহ বিনতে কামাল ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন নুহাশের ভাগনি অনোরা। নুহাশ এর আগে নির্মাণ করেছেন ভৌতিক সিরিজ ‘ষ’। স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি প্রযোজিত ‘ষ’ নিয়েও প্রশংসা পেয়েছিলেন এই তরুণ নির্মাতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat