জন্মদিনে কি চাই? বার্সেলোনার হয়ে প্রথম গোলটা!
রবার্ট লেভানডফস্কি নিজের ৩৪তম জন্মদিনে সম্ভবত এমন কিছুই ভেবে রেখেছিলেন। সান সেবাস্তিয়ানে ‘কেক’ কাটবেন যত দ্রুত সম্ভব! আর রাতটাই তো দ্রুততম গোলের। ফ্রান্সে লিগ আঁ-র ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড নতুন করে লিখে ফেলেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। মাত্র ৮ সেকেন্ডে!
স্পেনে বার্সার ম্যাচটা শুরু হয়েছে পিএসজির খেলা শুরুর প্রায় সোয়া এক ঘণ্টা পর। লেভা চাইলেও তো এমবাপ্পের আগে গোল করতে পারবেন না। তাই কী আর করা, গোল করলেন খেলা শুরুর ৪৪ সেকেন্ডে!
রসিকতার ছলে কথাগুলো যত সহজে বলা গেল, লেভার গোলটাও যেন ততটাই সরল এবং বক্সে চিরায়ত সেই লেভানডফস্কি। পেনাল্টির আবেদন থেকে বেঁচে গিয়ে প্রতি আক্রমণে উঠেছিল বার্সা। ডিফেন্ডার অ্যালেক্স বালডির পাস পাকা ‘সার্জনে’র মতো রক্ষণ চিরে রিয়াল সোসিয়েদাদের জালে ফেলেন পোলিশ স্ট্রাইকার; লা লিগায় ৩৬০ মিনিট পর বার্সার প্রথম গোল!
গোলের রাস্তা খুলে যাওয়ার বার্সাকে আর ঠেকানো যায়নি। রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে ৪-১ গোলের জয় পেয়েছে জাভি হার্নান্দেজের দল। মৌসুমে এটাই প্রথম জয় কাতালান ক্লাবটির। রায়ো ভায়োকানোর বিপক্ষে আগের ম্যাচটি গোলশুন্য ড্র হয়।
সোসিয়েদাদ কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল। গোল হজমের ৫ মিনিট পরই সমতায়! মাঝ মাঠে ফ্রেঙ্কি ডি ইয়ং বল হারানোর পর সিলভার পাস থেকে সোসিয়েদাদকে সমতায় ফেরান সুইডিশ ফরোয়ার্ড আলেক্সান্দার আইজ্যাক। প্রথমার্ধ ১-১ গোল সমতায় শেষ করে বার্সা। বিরতির পর ৬৪ মিনিটে আনসু ফাতিকে ফেরান তোরেসের বদলি হিসেবে মাঠে নামিয়ে আরও তিন গোল তুলে নেন জাভি।
৬৬ মিনিটে উসমান দেম্বেলে এবং ২ মিনিট পর লেভানডফস্কিকে দিয়ে গোল করান ফাতি। গোল করানোর পর নিজের গোলটা তাঁর প্রাপ্যই ছিল। ৭৯ তা করেও ফেলেন স্পেন ফরোয়ার্ড। দেম্বেলেকে গোল করিয়েছেন দারুণ ব্যাকহিলে আর লেভাকে বুদ্ধিদীপ্ত পাসে। পরে লেভার ভলি থেকে করেছেন নিজের গোল।
পোলিশ তারকা লেভা তাঁর পেশাদার ক্যারিয়ারে ৬০০- এর বেশি গোল করেছেন। আজ ৪৪ সেকেন্ডে করা গোলটি তাঁর ক্যারিয়ারের দ্রুততম গোল। এর আগে তাঁর দ্রুততম গোলটি ছিল ২০১৬ ইউরোয় পর্তুগালের বিপক্ষে ১ মিনিট ৪০ সেকেন্ডে।
তবে জন্মদিনে দ্রুততম গোল করা নিয়ে মজার এক তথ্য জানিয়েছে ফুটবল-পরিসংখ্যান নিয়ে কাজ করা ‘মিস্টারচিপস’। লা লিগার ইতিহাসে জন্মদিনে এটাই দ্রুততম গোলের রেকর্ড।
আগের রেকর্ডটি রিয়াল সোসিয়েদাদের সাবেক স্ট্রাইকার ফার্নান্দো আনসোলার। ১৯৭৪ সালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গোল করেছিলেন ৫৫ সেকেন্ডে, আর সেটাও লেভার মতোই নিজের ৩৪ জন্মদিনে! বার্সার হয়ে লা লিগায় জন্মদিনে জোড়া গোলের নজির আছে। ১৯৮৮ সালে হুলিও সালিনাস এলচের বিপক্ষে, এরপর ১৯৯৬ সালে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো। প্রতিপক্ষ? রিয়াল সোসিয়েদাদ!
অন্য ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ২-০ গোলে হারায় ভিয়ারিয়াল এবং ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নেয় বিলবাও।
এ জাতীয় আরো খবর..