বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে বিভিন্ন সময় দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছে অন্তত ২৭৮ জন। এ ছাড়া এই প্রকল্প এলাকায় ২০১৩ সাল থেকে চলতি বছর পর্যন্ত যানজটে আটকা পরে ১২৬ রোগীর অ্যাম্বুল্যান্সে মৃত্যু হয়েছে। একই সময়ে যানজটের কারণে আর্থিক ক্ষতি হয়েছে চার হাজার ৮২১ কোটি ৬৪ লাখ টাকা।
বিআরটি প্রকল্প নিয়ে এমন তথ্য জানিয়েছে সেভ দ্য রোড নামের একটি সংগঠন। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মেট্রো রেল নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রো রেল প্রকল্পে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছে অন্তত ৮৬ জন। এ ছাড়া মেট্রো রেল নির্মাণ এলাকায় যানজটের কারণের আর্থিক ক্ষতি হয়েছে দুই হাজার ১৪০ কোটি ১২ লাখ টাকা। মেট্রো রেল এলাকায় যানজটে আটকে অ্যাম্বুল্যান্সে ৫৪ রোগীর মৃত্যু হয়েছে।
এ জাতীয় আরো খবর..