স্বাধীনবাংলা বাংলা,
আন্তর্জাতিক খবরঃ
ব্যাটলগ্রাউন্ড
রাজ্য মিশিগানের ১৬টি ইলেক্টোরাল ভোট
জিতে নিয়েছেন ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।
এ পর্যন্ত পেয়েছেন ২৬৪টি, প্রেসিডেন্ট হতে
তার দরকার আর মাত্র
৬ টি ভোট।
উইসকনসিন রাজ্যেও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন
তিনি। এক
কথায় জয়ের দ্বারপ্রান্তে
ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।
এদিকে, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩ রাজ্যের ২১৪ টি ভোট। জয়ের জন্য তার আরো প্রয়োজন ৫৬টি ভোট। এখন পর্যন্ত ভোট গণনা চলছে আলাস্কায়, জর্জিয়া, নেভাডা, নর্থ ক্যারোলিনা এবং পেনসিলভানিয়ার। এরমধ্যে নেভাডায় এগিয়ে আছেন জো বাইডেন। তবে বাইডেন এগিয়ে থাকার সময়ই নিজেকে জয়ী দাবি করেন ট্রাম্প। এছাড়াও ভোট জালিয়াতির অভিযোগ তোলেন তিনি।