×
  • প্রকাশিত : ২০২২-০৮-১৯
  • ৫৫ বার পঠিত
‘বসগিরি’ ছবির ‘দিল দিল’ গানটি বাংলা সিনেমার গানে নতুন মাইলফলক গড়ল। ইউটিউবে গানটির ভিউসংখ্যা ১০ কোটি অতিক্রম করল। শুক্রবার দুপুর পর্যন্ত ইউটিউবে গানটির ভিউসংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ১ হাজার ৯২১। পর্দায় গানটির সঙ্গে অভিনয়র করেছেন ছবির নায়ক-নায়িকা শাকিব খান ও বুবলি।

গানটি দর্শক ভিউ ১০ কোটিতে পৌঁছে যাওয়ায় দারুণ খুশি বুবলি। তিনি বলেন, ‘সকাল থেকে অনেকেই আমাকে গানটির লিংক পাঠাচ্ছেন। সত্যিকার অর্থে আমার কাছে খবরটি অন্য রকমের ভালো লাগার। সিনেমার একটি গানের দর্শক ভিউ ১০ কোটি হওয়ায় রেকর্ড গড়ল। আমিও ইতিহাসের অংশ হয়ে গেলাম। আমি দর্শকের ভালোবাসায় সিক্ত। ছবির পরিচালক, প্রযোজক ও গানটির গীতিকার, সুরকার, গায়ক-গায়িকা ও কোরিওগ্রাফার কাছে ভীষণ কৃতজ্ঞ। কারণ, তাঁদের কারণেই এত সুন্দর একটি গানের অংশ হয়ে দর্শকের কাছে পৌঁছাতে পেরেছি।’

পাঁচ বছর আগে ইউটিউবে গানটি মুক্তি পায়। বুবলি জানালেন, তাঁর চলচ্চিত্রের বয়স গানটির সমান। ‘বসগিরি’ ছবি দিয়েই তাঁর চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি বলেন, ‘সিনেমায় এটিই আমার প্রথম গানের শুটিং। থাইল্যান্ডের সুন্দর একটি লোকেশনে গিয়ে আমরা শুটিং করেছিলাম। সেই সময় নিজের মধ্যে অন্য রকমের উন্মাদনা ছিল।’
 ২০১৬ সালে ১২ সেপ্টেম্বর ঈদুল আজহায় মুক্তি পায় ‘বসগিরি’। মুক্তির আগে আগে ৪ সেপ্টেম্বর ‘দিল দিল’ ইউটিউবে প্রকাশিত হয়। প্রকাশের পরপরই দর্শকের পছন্দের তালিকায় চলে আসে গানটি। 

ছবির পরিচালক শামীম আহমেদ বলেন, মুক্তির আগেই গানটি আলোচনায় আসার কারণে সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়। ওই সময়ই ছয় মাসের মাথায় ‘দিল দিল’ ইউটিউবে ভিউ কোটির ঘর স্পর্শ করে, যা ছিল বাংলাদেশের সিনেমায় প্রথম ঘটনা।

গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কনা ও ইমরান। গানটি নতুন মাইলফলক স্পর্শ করায় আনন্দিত কনা, ‘গানটি আমার ও ইমরানের ক্যারিয়ারে ইতিহাস হয়ে থাকবে। যখন ৯৯ মিলিয়ন ভিউ ছিল, প্রতিদিনই ইউটিউবে ঢুঁ মারতাম। খেয়াল করতাম কবে ১০০ মিলিয়ন হবে। অপেক্ষা করছিলাম। গানটির সঙ্গে শাকিব ভাই ও বুবলি অভিনয় করেছেন। শাকিব ভাইও দেশে ফিরলেন, গানের ভিউও ১০০ মিলিয়নে স্পর্শ করল। শাকিব ভাই আশীর্বাদ।’

ইমরান বলেন, ‘দেশে প্রথম ফিল্মের গান হিসেবে কোটি ভিউ হয়েছিল গানটির। এখন ১০ কোটিতে পৌঁছেছে। দেশের যেকোনো জায়গায় গাইতে গেলে গানটি গাওয়ার অনুরোধ আসে। শুধু তাই-ই নয়, বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান থেকে শুরু করে পাড়ার অনুষ্ঠানেও এই গান বাজিয়ে আনন্দ-উৎসব করে মানুষ। ধন্যবাদ জানাই এই গানের গীতিকার, সুরকার, ছবির প্রযোজক ও পরিচালকে। গানটি এই পর্যায়ে নিয়ে আসতে বিশেষভাবে ধন্যবাদ জানাই ছবির নায়ক শাকিব খান ও নায়িকা বুবলিকে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat