মুক্তির পর থেকে ‘হাওয়া’ সিনেমা নিয়ে দর্শকদের অন্য রকম আগ্রহ ছিল। আজ সিনেমাটি সাফল্যের সঙ্গে চতুর্থ সপ্তাহে যাত্রা শুরু করল। সিনেমাটি নিয়ে এখনো সেই আগ্রহ অনেকটা আগের মতোই রয়েছে। দেশের ৫৬টি হলে চলছে ছবিটি। অনেকে নির্দিষ্ট দিনের টিকিট না পেয়ে অপেক্ষায় ছিলেন সিনেমাটি দেখার। ঢাকা ও ঢাকার বাইরের দর্শকেরা একনজরে দেখে নিতে পারেন কোন হলগুলোতে চলছে ‘হাওয়া’—
‘হাওয়া’ সিনেমা দেখতে এখনো দর্শকদের ভিড়।
‘হাওয়া’ সিনেমা দেখতে এখনো দর্শকদের ভিড়।
ঢাকার মধ্যে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), সীমান্ত স্কয়ার (ধানমন্ডি), বঙ্গবন্ধু সামরিক জাদুঘর (বিজয় সরণি), এসকে টাওয়ার (মহাখালী), সনি সিনেমা হল (মিরপুর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী সিনেমা হল (শ্যামলী), মধুমিতা (মতিঝিল), গীত (জুরাইন রোড)। ঢাকার আশপাশে বেশ কয়েকটি সিনেমা হলে দেখা যাবে ‘হাওয়া’। হলগুলোর মধ্যে রয়েছে লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সেনা অডিটরিয়াম (সাভার)। এ ছাড়া ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর জেলার চন্দ্রিমা (শ্রীপুর), উল্কা (গাজীপুর), ছন্দা (হাসনাবাদ), ভাই ভাই (সখীপুর)।
শরীয়তপুরের আলো ছায়া, টাঙ্গাইলের মালঞ্চ, রাজিয়া (নাগরপুর), সাধবদী (মধুপুর), সোহাগ (ঘোড়াশাল), দর্শনা (ভৈরব), নারায়ণগঞ্জের সিনেস্কোপ (বঙ্গবন্ধু সড়ক), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), চাঁদমহল (কাঁচপুর), পান্না (মুক্তারপুর, মুন্সিগঞ্জ), নবীন (মানিকগঞ্জ), বনলতা (ফরিদপুর), চিত্রবাণী (গোলাপগঞ্জ)। এ ছাড়া ময়মনসিংহের ছায়াবাণী, সত্যবতী (শেরপুর), আনন্দ (কিশোরগঞ্জ), অন্তরা (মেলান্দহ বাজার), ঝংকার (বকশীগঞ্জ), রুমা (মুক্তাগাছা)।
চট্টগ্রামের সিলভার স্ক্রিন, ছন্দ (পটিয়া), পালকি (চান্দিনা)। এ ছাড়া খুলনা জেলার মধ্যে শঙ্খ, লিবার্টি, ময়ূরী সিনেমা হলগুলোতে দেখা যাবে ‘হাওয়া’। চতুর্থ সপ্তাহ ধরে যশোরের মণিহার সিনেমা হলে চলছে ‘হাওয়া’। আজ সিনেমাটির প্রচারণায় যশোর গেছে সিনেমাটির দল। ঝিনাইদহের একমাত্র প্রিয়া হলে ছবিটি দেখা যাবে। উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জ জেলার রাজমহল, পূর্বাশা (সান্তাহার, বগুড়া), মধুবন সিনেপ্লেক্স (ছলোপাড়া), মম ইন (রংপুর রোড), পাবনা জেলার রূপকথা ও ভাঙ্গুড়া উপজেলার মৌচাক সিনেমা হলে দেখা যাবে সিনেমাটি। সিরাজগঞ্জের রুটস সিনে ক্লাব (জে সি রোড), রংপুরের শাপলা, দিনাজপুরের মডার্ন, সৈয়দপুরের তামান্না, সিলেট জেলার নন্দিতা, গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স ও বরিশালের অভিরুচি সিনেমা হলে দর্শক দেখতে পারবেন সিনেমাটি। চলতি সপ্তাহ থেকে রায়হান রাফির সিনেমা ‘পরাণ’ ৩৯টি সিনেমা হলে চলবে।
মেজবাউর রহমান সুমনের কাহিনি ও সংলাপে ‘হাওয়া’র চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ন সাহেদ ধীমান ও জাহিন ফারুক আমিন। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী।
এ জাতীয় আরো খবর..