×
  • প্রকাশিত : ২০২২-০৮-১৮
  • ৭৬ বার পঠিত
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব। জতীয় দল ও ক্লাবে দুজন একসঙ্গে খেলেছেন একসময়। কাছ থেকে দেখেছেন বলেই হয়তো রোনালদোকে অন্যদের চেয়ে একটু ভালো বুঝতে পারেন নানি। সেই বুঝতে পারা থেকেই নানির দাবি, নষ্ট করার মতো যথেষ্ট সময় হাতে নেই বলেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাইছেন রোনালদো।

 পর্তুগাল দলে নানি-রোনালদো একসঙ্গে খেলেছেন, খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। দীর্ঘদিন পর গত মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে ফেরা রোনালদো এবারই কেন ক্লাব ছাড়তে চাইছেন, কেন ইউনাইটেডে তাঁর মন বসছে না, কেন তিনি মানসিক অস্থিরতার মধ্যে আছেন, সেটা বোঝা তাই নানির কাছে কঠিন মনে হচ্ছে না। সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্ন ভিক্টরি ক্লাবে নাম লেখানো ৩৫ বছর বয়সী নানি মনে করেন, কোনো কোচের ‘দীর্ঘমেয়াদি পরিকল্পনা’র অংশ হওয়ার মতো যথেষ্ট সময় তাঁর বন্ধু রোনালদোর হাতে নেই। সে কারণেই তিনি ইউনাইটেড ছাড়তে চান। 

গত মৌসুমে প্রিমিয়ার লিগে সেরা চারের মধ্যে থাকতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। সে কারণে চ্যাম্পিয়নস লিগেও জায়গা পায়নি তারা। এ মৌসুমে অনেক ঢাকঢোল পিটিয়ে নতুন কোচ এরিক টেন হাগকে এনেও খুব ভালো অবস্থায় নেই তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের প্রথম ম্যাচে ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরে যাওয়ার পর পরের ম্যাচে ব্রেন্টফোর্ড তাদের হারিয়েছে ৪-০ গোলে।
মৌসুমের শুরু থেকেই রোনালদো অস্থির। তিনি চ্যাম্পিয়নস লিগে খেলতে চান। নিজে কিছু না বললেও এজেন্টকে লাগিয়ে দিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগে খেলে এমন কোনো ‘বড় ক্লাব’ খুঁজে বের করতে। বায়ার্ন মিউনিখ, পিএসজি, চেলসির সঙ্গে এজেন্ট নাকি কথাও বলেছিলেন। কিন্তু উচ্চ বেতনের পর্তুগিজ তারকাকে কোনো ক্লাবই নিতে চায়নি। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্‌-মৌসুমে প্রস্তুতিতে পুরোপুরি অনুপস্থিত ছিলেন রোনালদো। তবে ইউনাইটেড জানিয়ে দিয়েছে, রোনালদোকে কোনোভাবেই ছাড়বে না তারা।

তার বয়স বেড়েছে, তাই প্রতিক্রিয়াও বদলে যাওয়া স্বাভাবিক। কিন্তু এখানেও সে আগের মতোই আচরণ করছে, সে হারতে চায় না, তার দল যেহেতু ভালো করছে না, তাই সে দল বদলাতে চাইছে।
নানি

নানি মনে করেন, গত মৌসুমের শুরুতে ঠিক যে কারণে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়েছিলেন রোনালদো, ঠিক সে কারণেই এবার ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাইছেন তিনি। রিও ফার্দিনান্দের পডকাস্ট ‘ভাইব উইথ ফাইভ’ অনুষ্ঠানে রোনালদোকে নিয়ে নানি বলেছেন, ‘অনেক দিন আগে আমি রোনালদোর সঙ্গে এক দলে খেলেছি। ক্রিস্টিয়ানো এখন আর বাচ্চা ছেলে নয়। তার বয়স বেড়েছে, তাই প্রতিক্রিয়াও বদলে যাওয়া স্বাভাবিক। কিন্তু এখানেও সে আগের মতোই আচরণ করছে, সে হারতে চায় না, তার দল যেহেতু ভালো করছে না, তাই সে দল বদলাতে চাইছে।’

বয়সের কারণেই রোনালদোর ক্যারিয়ারে খুব বেশি সময় নেই। আর সে কারণেই নাকি রোনালদো চাইছেন বড় মঞ্চে খেলে ক্যারিয়ারটা শেষ করতে, এমনই দাবি নানির, ‘সে এখন এমন একটা দলে খেলছে, যেখানে কোচ চাইছেন নতুন একটা দল গড়ে তুলতে। কিন্তু রোনালদোর হাতে সেই সময় নেই যে এমন একটা দলে সে খেলবে। সে বড় মঞ্চে (চ্যাম্পিয়নস লিগ) খেলে যেতে চায়। গোল করতে চায়, রেকর্ড করতে ও ভাঙতে চায়।’
নিজের পুরোনো দল ম্যানচেস্টার ইউনাইটেড সম্পর্ক নানির ধারণা, ‘এ মুহূর্তে দলটির খেলোয়াড়দের দেখে মনে হচ্ছে, তাদের মধ্যে ভালো কিছু করার তাড়নাটাই নেই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat