×
  • প্রকাশিত : ২০২২-০৮-১৬
  • ৭৭ বার পঠিত
জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পরিপ্রেক্ষিতে নৌযানের যাত্রী ভাড়া শতকরা ৩০ ভাগ বৃদ্ধি করে পুনর্নির্ধারণ করা হয়েছে। যা আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে। নৌপরিবহন মন্ত্রণালয় আজ মঙ্গলবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

শতকরা ৩০ ভাগ ভাড়া বৃদ্ধির ফলে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রী ভাড়া প্রতি কিলোমিটারে হবে তিন টাকা।

১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রী ভাড়া হবে ২ দশমিক ৬০ টাকা। জনপ্রতি যাত্রী ভাড়া সর্বনিম্ন ৩৩ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।
২০২১ সালে নৌযানে যাত্রী ভাড়া পুনর্নির্ধারণের ফলে বর্তমানে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রী ভাড়া রয়েছে ২ দশমিক ৩০ টাকা। ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রী ভাড়া রয়েছে দুই টাকা। সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা।

এর আগে ২০১৩ ও ২০১২ সালে নৌযানের যাত্রী ভাড়া পুনর্নির্ধারণ করা হয়।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat