×
  • প্রকাশিত : ২০২২-০৮-১৩
  • ৫৫ বার পঠিত
‘আশীর্বাদ’ ছবির মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কিন্তু এ সংবাদ সম্মেলনে ছবির  নায়ক-নায়িকা কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। সেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক জেনিফার ফেরদৌস, পরিচালক মোস্তাফিজুর রহমানসহ আরও কয়েকজন।

সংবাদ সম্মেলনে নায়ক-নায়িকা কেন উপস্থিত নেই , শুরুতেই এক সংবাদকর্মীর এমন প্রশ্নে সিনেমাটির প্রযোজক জেনিফার বলেন, ‘আমাদের ছবির পোস্টার তাঁরা ফেসবুকে শেয়ার করেননি। যেহেতু তাঁরা শেয়ার করেননি, মনে হয়েছে আমাদের ছবির অংশ হিসেবে তাঁরা খুশি নন। সে জন্য আমি ও আমার পরিচালক সংবাদ সম্মেলনের ব্যাপারে তাঁদের ফোন করে জানাইনি।’ 

জেনিফার আরও বলেন, ‘কোনো নায়ক-নায়িকা যখন নিজের সিনেমার প্রচার করেন না, তখন আমরা তো আর জোর করে প্রচারণা করাতে পারব না। নিজের সিনেমার ভালো না বুঝলে আমাদের কিছু করার নেই।’

ছবির নায়ক-নায়িকা রোশান ও মাহিয়া মাহির সঙ্গে যোগাযোগ করা হলে সংবাদ সম্মেলনে তাঁদের কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি বলে জানান তাঁরা। তাঁদের বিরুদ্ধে প্রযোজকের অভিযোগকে মিথ্যা-বানোয়াট বলে আখ্যায়িত করেন তাঁরা। উল্টো ওই প্রযোজকের নামে অভিযোগ এনে ছবির নায়ক রোশান বলেন, ‘প্রযোজক আমাদের নামে সংবাদ সম্মেলনে যা যা বলেছেন, পুরোটাই মিথ্যা। ছবির প্রচারের তো একটা পরিকল্পিত টিম তৈরি করতে হয়। সেটি না করে প্রযোজক মিথ্যা কথা গণমাধ্যমে বলে বেড়াচ্ছেন। ভিডিওতে আমি এসব শুনে আকাশ থেকে পড়েছি। দুঃখজনক।’

এই নায়ক মনে করেন, এই প্রযোজকের মূল টার্গেট এই ছবির মাধ্যমে নিজেকে আলোচনায় আনা। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, তিনি আমাদের ইচ্ছা করেই ডাকেননি। ডাকলে ক্যামেরা আমাদের দিকে থাকত। তিনি হাইলাইটস হতে পারতেন না। এই কারণে পরিচালককে পাশে বসিয়ে একা একা সংবাদ সম্মেলন করেছেন। তাঁদের কাছে মিথ্যার আশ্রয় নিয়ে এসব বিভ্রান্তিকর কথা বলেছেন।’ 

প্রযোজকের নিজেকে আলোচনায় রাখার আগ্রহ প্রথম দিন থেকেই লক্ষ করেছেন বলে জানান রোশান। বলেন, ‘চুক্তি করার পর আমার আর মাহির সঙ্গে ছবি তুলে আমাদের বলেছিলেন, তাঁর ছবি ছাড়া ফেসবুকে ছবির কোনো খবর যাতে না দিই আমরা। শুটিং শুরু হলে প্রতিটি দৃশ্য করার পর আমাদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে দিয়েছেন, আমার আর মাহির লুক প্রকাশ করে দিয়েছেন। এ নিয়ে পরিচালকের কাছে অভিযোগ দিলেও কোনো কাজ হয়নি।’

প্রযোজকের অভিযোগ, শুটিংয়ের সময় রোশান নাকি নিজেই পরিচালকের মতো কাজ করার চেষ্টা করেছেন। এ প্রসঙ্গে রোশান বলেন, ‘আমি কেন এ কাজ করব? প্রযোজক নিজেই তো এই কাজ করেছেন। প্রতিটি দৃশ্যেই তিনি যে পরিমাণ মাথা ঘামিয়েছেন, বিরক্ত হয়ে আমি আর মাহি পরিচালককে বারবার বলেছি। হয়তো পরিচালক ঝামেলা করতে চাননি, তাই কিছু বলেননি। এ ব্যাপারে পরিচালক নিজেই সাক্ষী।’

রোশান আরও বলেন, ‘শুটিংয়ের দিনগুলোতে যে পরিমাণ সমস্যা করেছেন প্রযোজক, আজও আমরা এ ব্যাপারে মুখ খুলিনি। তা ছাড়া এই ছবির কাজের সময় অনেকটাই কম্প্রোমাইজ করে কাজ করেছেন প্রযোজক। খরচ যাতে কম হয়, সেদিকে বেশি নজর ছিল তাঁর।’ তিনি আরও বলেন, ‘প্রযোজকের কারণেই ছবিটি ভালো হয়নি। তারপরও সবাই মিলে আমরা প্রচারে থেকে ছবিটি মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু প্রযোজকের এই অপেশাদার আচরণের কারণে এখন মন উঠে গেছে। আর কিছুই বলতে চাই না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat