ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে আরো ৫৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ৫০ জনই ঢাকার। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যায়নি। বর্তমানে সারা দেশে সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ঢাকার বাইরে ভর্তি হয়েছে তিনজন। এ নিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৭৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৭২ জন রোগী ভর্তি আছে।
এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট তিন হাজার ৫৫১ জন রোগী ভর্তি হয়েছে; এর মধ্যে ঢাকায় দুই হাজার ৯৮২ জন। ঢাকার বাইরে ৫৬৯ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত কক্সবাজারে ১০ জন এবং ঢাকা মহানগর এলাকার ছয়জন মারা গেছে।
এ জাতীয় আরো খবর..