×
  • প্রকাশিত : ২০২২-০৭-৩১
  • ৭৫ বার পঠিত
সড়ক দুর্ঘটনায় প্রতিদিন মারা যাচ্ছে অনেক মানুষ। সড়কের অব্যবস্থাপনা, সরকারের উদাসীনতা, বাস মালিকদের বাড়াবাড়ি, আন্দোলন দমিয়ে রাখার চেষ্টা, আইনের বাস্তবায়ন না থাকা, মানুষের অসচেতনতাসহ নানা কারণ এসব দুর্ঘটনার। নিরাপদ সড়ক গড়ার জন্য দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। সাক্ষাৎকার নিয়েছেন সজিব ঘোষ

* সড়ক পরিবহন আইনের বাস্তবায়ন কেন হচ্ছে না, বাধাটা কোথায়?

ইলিয়াস কাঞ্চন : পরিবহন খাতকে সরকার ভয় করে।

যখন যে সরকার আসে তখন সে সরকার সেটাকে আবার নিয়ন্ত্রণ করে। এই সেক্টরকে সরকারের নিয়ন্ত্রণে রাখতে পারলে অনেক লাভ হয়। এ দুই কারণেই মূলত সরকার কিছু করতে পারছে না।
নিয়ন্ত্রণের সঙ্গে আবার চাঁদাবাজি জড়িত আছে। সড়কের চাঁদাবাজি তো কোটি কোটি টাকা। আবার ২০১৪ সালের নির্বাচনের আগে বিএনপি যখন হরতালের ডাক দেয় তখন পরিবহনের লোকজন তাতে সায় দেয়নি। এটাই সরকারের লাভ। রাজনৈতিক সুবিধা পেয়েছে।

* ছাত্রদের সঙ্গে এক আলোচনাসভায় আপনি বলেছেন, অরাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে রাষ্ট্র মেরামত করা যাবে না...।

ইলিয়াস কাঞ্চন : একদম; কারণ সমাজসেবাগুলো একটা সংস্থা, একটা কাজ করতে পারে। কিন্তু আপনি যদি রাষ্ট্র পরিবর্তন করতে চান, তাহলে রাষ্ট্রনীতি পরিবর্তন করতে হবে। এ জন্য আপনাকে ক্ষমতার অংশ হতে হবে। তা না হলে আপনার কথা কেউ শুনবে না। রাজনীতিবিদ হতে হবে।

* নিরাপদ সড়ক নিয়ে অন্যদের কার্যক্রম কিভাবে মূল্যায়ন করেন?

ইলিয়াস কাঞ্চন : ছাত্রদের আন্দোলন সফল না হওয়ার পেছনে কারণটা হলো, তাদের দেশপ্রেমিক মানুষরা পরামর্শ দেননি। আরেকটি হলো, সবাই এদের কাছ থেকে ফায়দা নিতে চেয়েছে। নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। সে কারণে আন্দোলনগুলো ব্যর্থ হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের কারণে ছাত্ররা তাদের আন্দোলনটা করতে পারেনি।

* আপনি ছাত্রদের উদ্দেশে বলেছেন, ‘আমি ডাকলে তোমাদের রাস্তায় নামতে হবে। ’ এ কথা দিয়ে কী বোঝাতে চেয়েছেন?

ইলিয়াস কাঞ্চন : সড়ক পরিবহন আইনে অনেক জায়গায় সংশোধন আনা হচ্ছে। সেখানে আমি বলেছি, অজামিনযোগ্য অপরাধকে জামিনযোগ্য অপরাধ করা হলে সেটা কোনোভাবেই মানা হবে না। এটা যদি করা হয় তাহলে রাস্তায় বড় আন্দোলন নিয়ে আসব। তাই ওদের বলেছি, আমি ডাকলে রাস্তায় নামতে হবে।

* ২০১৮ সালে আপনার নির্দেশে ছাত্ররা আন্দোলন থেকে সরে আসে। পেছনের ঘটনা কী ছিল?

ইলিয়াস কাঞ্চন : একটি মহলের বিশাল চাপ ছিল; আমি যদি তখন ওদের আন্দোলন থেকে সরে আসতে না বলতাম, তাহলে ছাত্রদের ক্ষতি হয়ে যেত। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাদের ইঙ্গিত করছি।

* সড়ক নিরাপদ করার জন্য কী করা দরকার?

ইলিয়াস কাঞ্চন : শুধু সরকারের ইচ্ছা থাকলেই হবে। সরকার এত দিন ক্ষমতায় থাকার জন্য নিশ্চয়ই অনেক পরিকল্পনা করেছে। নিরাপদ সড়কের জন্য এমন পরিকল্পনা করলেই হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat