রাজধানীর খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে ইয়ামিন আহমেদ (২৬) নামক এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন ঢাকা মহানগর পুলিশ অর্ডার ম্যানেজমেন্টে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর এলাকায়।
তাঁর পিতার নাম মো. নুরুল ইসলাম।
ঢাকা বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কামরুল হাসান জানান, কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতের মাঝামাঝি এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাবার সময় ফোনে কথা বলছিলেন ইয়ামিন। হঠাৎ ট্রেন আসতে দেখে পাশের আরেক লাইনে চলে যান তিনি। কিন্তু তাৎক্ষনিক সেই লাইনে আরেকটি ট্রেন চলে আসে। সেই ট্রেনেই কাটা পড়েন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, শুক্রবার (১২ আগস্ট) বেলা সাড়ে দশটায় ইয়ামিনের লাশ মর্গে আনা হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ জাতীয় আরো খবর..