×
  • প্রকাশিত : ২০২২-০৮-১১
  • ৭৯ বার পঠিত
একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আগামী ২৮ আগস্ট (রবিবার) শুরু হবে। সেদিন বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক বসবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।

আজ বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৩০ জুন সংসদের বাজেট অধিবেশন সমাপ্ত হয়। আগামী অধিবেশন বরাবরের মতো সংক্ষিপ্ত হবে। অধিবেশনের প্রথম দিনে সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এ ছাড়া অধিবেশনে কয়েকটি বিল পাসের সম্ভাবনা রয়েছে।

এদিকে করোনা পরিস্থিতির কারণে অধিবেশনে যোগদানের জন্য সংসদ সদস্যসহ সকলকে করোনার নমুনা টেস্টের প্রয়োজন পড়বে। সংসদ সচিবালয় ইতোমধ্যে অধিবেশনের প্রস্তুতি শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat