হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরো এক হাজার ৪৯৪ হাজি। এ নিয়ে দেশে ফিরলেন সর্বমোট ৫৭ হাজার ৯০৯ হাজি। আজ সোমবার (৮ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।
এদিকে গত ৩০ দিনের ১৬৪টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৯০৯ হাজি।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮৭টি, সৌদি এয়ারলাইনসের ৬৪টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের ১৩টি ফ্লাইট রয়েছে।
গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। এরপর গত ১৪ জুলাই থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়।
এখন পর্যন্ত হজে গিয়ে সৌদিতে মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ২৬। এর মধ্যে পুরুষ ১৯ ও নারী সাতজন। তাদের মধ্যে মক্কায় ১৯, মদিনায় চার ও জেদ্দায় দুজন মারা যান।
তারা হলেন ঢাকার বিউটি বেগম, মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার, রংপুরের পীরগাছার আবদুল জলিল খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, রাজধানীর বাড্ডা সাঁতারকুল এলাকার মোছা. ফাতেমা বেগম, নোয়াখালী জেলার নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির, টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলার তপন খন্দকার, সিরাজগঞ্জের কামারখন্দের মো. রফিকুল ইসলাম, রংপুরের মো. খয়বর হোসেন, নওগাঁর মো. আব্দুল মোত্তালিব, ব্রাহ্মণবাড়িয়ার শিরিনা আক্তার, সিলেটের মো. ফয়জুর রহমান, টাঙ্গাইল জেলার মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলার ফারজিন সুলতানা, ঢাকা জেলার মোরশেদ হাসান সিদ্দিকী, ময়মনসিংহ জেলার মোছা. মমতাজ বেগম, নওগাঁর মো. নাজিম উদ্দীন, মেহেরপুরের মো. আবু তালেব মোল্লা এবং সর্বশেষ গাজীপুরের এম এ আউয়াল।
এ জাতীয় আরো খবর..