×
  • প্রকাশিত : ২০২২-০৬-০৪
  • ৮২ বার পঠিত
এবারের হজ মৌসুমে সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে অভ্যন্তরীণ বিমানবন্দরের মতো বাংলাদেশি হজযাত্রীরা নির্ঝঞ্ঝাট সেবা পাবেন। তাঁরা সৌদি আরবের বিমানবন্দরে নেমে অভ্যন্তরীণ যাত্রীদের মতো বেরিয়ে সোজা হোটেলে চলে যাবেন। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান কালের কণ্ঠকে এসব কথা জানান।

‘ভিসাপ্রার্থীদের কাছ থেকে টাকা নেয় না সৌদি দূতাবাস’ শিরোনামে গত ১৯ মে প্রকাশিত এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত কালের কণ্ঠকে বলেন, আসন্ন হজ মৌসুমে সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে অভ্যন্তরীণ বিমানবন্দরের মতো নির্ঝঞ্ঝাট সেবা পাবেন বাংলাদেশি হজযাত্রীরা।


বাংলাদেশি হজযাত্রীদের সেবা দিতে সৌদি আরবের কর্মকর্তারা বাংলাদেশে অবস্থান করবেন। তাঁদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া থেকে শুরু করে যাবতীয় অভিবাসনসেবা হবে ঢাকাতেই।  
রাষ্ট্রদূত আরো বলেন, বাংলাদেশসহ বিশ্বের মাত্র পাঁচটি দেশের হজযাত্রীরা এ সেবা পাবেন। সৌদি আরবের কাছে বাংলাদেশ অগ্রাধিকার। পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চমৎকার সম্পর্ক। দুই দেশের সম্পর্ক দিন দিন এগিয়ে যাচ্ছে।

এদিকে গত বৃহস্পতিবার (২ জুন) পবিত্র ওমরাহ পালনে আগ্রহী বিদেশিদের জন্য ইলেকট্রনিক ভিসা সেবা চালুর ঘোষণা দিয়ে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বলেন, ‘এখন থেকে ওমরাহর জন্য ভিজিট ভিসা আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে দেওয়া হবে। ’

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের রূপকল্প ২০৩০ সামনে রেখে আরো বেশিসংখ্যক ওমরাহযাত্রীকে সৌদি আরবে আসার সুযোগ দিতে সৌদি সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন হজ ও ওমরাহ মন্ত্রী।

তিনি বলেন, এ বছর ১০ লাখ মানুষ পবিত্র হজ পালন করবেন। তাঁদের মধ্যে আট লাখ ৫০ হাজার বিদেশি এবং এক লাখ ৫০ হাজার সৌদি নাগরিক থাকবেন। সৌদি আরবের বেঁধে দেওয়া কোটা অনুযায়ী এ বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ জন। এদিকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বলেছেন, হজযাত্রীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে তাঁর মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্য সংস্থাগুলো কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat