×
  • প্রকাশিত : ২০২২-০৮-০৭
  • ৭১ বার পঠিত
রুশ আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো ইউক্রেনে পৌঁছেছে বিদেশি পতাকাবাহী জাহাজ। ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী অলেক্সান্ডার কুব্রাকভের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

কুব্রাকভ বলেন, বার্বাডোসের পতাকাবাহী সাধারণ পণ্যবাহী জাহাজ ফুলমার এস, ইউক্রেনের চোরনোমর্স্ক বন্দরে শস্য নিতে পৌঁছায়। চলতি বছরের ফেব্রুয়ারির পর এই প্রথমবার বিদেশি পতাকাবাহী জাহাজ ইউক্রেনের বন্দরে পৌঁছাল। 

ফেসবুকে দেওয়া পোস্টে কুব্রাকভ বলেন, আমাদের বন্দরগুলোতে যেন আরও জাহাজ আসতে পারে তা নিশ্চিত করার জন্য আমরা (সবকিছু) করছি। বিশেষ করে আমরা দুই সপ্তাহের মধ্যে প্রতিদিন কমপক্ষে তিন থেকে পাঁচটি জাহাজের শস্য সরবরাহ করার পরিকল্পনা করছি। 

তিনি বলেন, ইউক্রেন শেষ পর্যন্ত তার কৃষ্ণ সাগরের বন্দরগুলো থেকে প্রতি মাসে তিন মিলিয়ন টন শস্য রফতানির পরিকল্পনা করেছে। গত বছরের  প্রায় দুই কোটি টন শস্য এখনও দেশে আটকে আছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat