×
  • প্রকাশিত : ২০২২-০৮-০৭
  • ৭৩ বার পঠিত
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেল (ইউএসজি), জ্যোঁ পিয়েখ ল্যাখোয়া গত ২৭ জুলাই সেক্টর ইস্ট, গাও রিজিয়নের বাংলাদেশ ব্যাটালিয়ন/৮ পরিদর্শন করেন।

আইএসপিআর রবিবার এ তথ্যসহ জানায়, বাংলাদেশ ব্যাটালিয়ন/৮ স্থানীয়দের মধ্যে শান্তি ও সম্প্রীতি গড়ে তুলতে এবং জাতিসংঘের ম্যান্ডেট নিশ্চিত করতে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। এ ছাড়া তিনি কন্টিনজেন্টের কর্মস্পৃহা ও সমঝোতাসুলভ মনোভাবের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইউনাইটেড নেশন্স মাল্টিডাইমেনশনাল ইনটিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালি (মিনুসমা)-এর স্পেশাল রিপ্রেজেনটেটিভ অব সেক্রেটারি জেনারেল (এসআরএসজি), ফোর্স কমান্ডার, পুলিশ কমান্ডার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আন্ডার সেক্রেটারি জেনারেলকে বাংলাদেশ ব্যাটালিয়ন/৮-এর কন্টিনজেন্ট কমান্ডার কর্নেল মো. বশিরুল হক বলেন, তাঁরা মালিতে শান্তি, সামাজিক সংহতি এবং জাতীয় পুনর্মিলনকে ফিরিয়ে আনতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এই দীর্ঘস্থায়ী এবং নির্ভরযোগ্য শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীরা মালির সাধারণ জনগণের পাশে সর্বদা সচেষ্ট থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat