×
  • প্রকাশিত : ২০২২-০৮-০৭
  • ৩০ বার পঠিত
‘সাদা সাদা কালা কালা’ গানটি এখনো দর্শকদের পছন্দের শীর্ষে। গানটি নিয়ে সারা দেশের শ্রোতাদের উন্মাদনা যেন থামছেই না। সেই গানের গীতিকার হাশিম মাহমুদকে প্রতিদিনই কোনো না কোনো গণমাধ্যমের সামনে আসতে হচ্ছে। সাংবাদিকের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। তবে এবার কোনো সাংবাদিক নয়, তিনি অভিনেতা চঞ্চল চৌধুরীর প্রশ্নের মুখোমুখি হলেন। সম্প্রতি তাঁরা দেখা করেন। সেখানে চঞ্চলের একাধিক প্রশ্নের উত্তর দেন হাশিম মাহমুদ। তাঁদের দীর্ঘদিনের স্মৃতিচারণায় ঘটে মজার ঘটনা।

অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে চঞ্চল চৌধুরীকে প্রশ্নকর্তার ভূমিকায় দেখা যায়। এ অভিনেতা হাশিম মাহমুদকে বলেন, ‘হাশিম ভাই, আপনি কিছু বলেন? আপনার কেমন লাগছে?’ হাশিম মাহমুদ বলেন, ‘এখানে ছোট ভাই-বন্ধুরা আছেন, বেশ ভালো লাগছে।’ চঞ্চল চৌধুরী তাঁকে আবার প্রশ্ন করেন, আপনার গানটা ‘হাওয়া’ সিনেমায় ব্যবহৃত হয়েছে, সারা দেশের মানুষ আপনাকে চিনল, সেই জায়গা থেকে কেমন লাগছে? তখন হাশিম মাহমুদ বলেন, ‘এই ভালোবাসা তো বিরাট পাওয়া। আমার অনুভূতিটা আমিই জানি। এটা আসলে ভাগ্যের ব্যাপার। এর মধ্যে নিজস্ব একটা পাওয়া আছে।’

এই সময় চঞ্চল চৌধুরী হাশিম মাহমুদের উদ্দেশে বলেন, ‘হাশিম ভাই আমাদের প্রাণের মানুষ। আমি চারুকলায় পড়াশোনা করেছি। প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ থেকে নিয়মিত হাশিম ভাইকে দেখেছি। চারুকলার বকুলতলা, পুকুরপাড়, ক্লাস রুমের বারান্দা, রাস্তার পাশে ফুটপাতে বসে তাঁর গান শুনতাম। কেউ গানের তালে গিটার বাজাত, কেউ একতারা। আমাদের প্রায়ই মজমা বসত। ক্রিয়েটিভ একজন মানুষ। অসাধারণ গান লিখেছেন। এত চমৎকার সুর, সারা দেশের মানুষ এখন হাশিম ভাইয়ের গান শুনছে। আমাদের এই পরিচয় ২৫–৩০ বছরের। আজকে তাঁর পরিচিতি সারা দেশে। এর চেয়ে ভালো লাগা আর কি হতে পারে।’ পরে হাশিম মাহমুদকে আবারও প্রশ্ন করেন চঞ্চল। তিনি জানতে চান, ‘একসময় আপনি বাসায় ফিরে বলতেন, দেখিস, একদিন সবাই আমাকে চিনবে, অটোগ্রাফ নেবে, ছবি তুলতে চাইবে, সেই দিনটি কি আপনার জীবন আসছে?’

এমন প্রশ্ন শুনে হঠাৎ করেই হাশিম মাহমুদ বলেন, ‘না, সেদিন তো আসে নাই এখনো।’ এ সময় হাশিম মাহমুদকে থামিয়ে দিয়ে চঞ্চল বলেন, ‘আসছে, আপনার জীবনের সেই দিনটা আসছে।’ ‘ও সেই দিনটা আসছে’ বলে হাসতে থাকেন ভাইরাল হওয়া গানটির গীতিকার। এই সময় চঞ্চল, হাশিম মাহমুদসহ অন্যরা একসঙ্গে গান গাইতে থাকেন। তাঁদের এই আড্ডায় উপস্থিত ছিলেন ‘হাওয়া’ সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমন, অভিনেত্রী নাজিফা তুষিসহ অনেকে। এই সময় চঞ্চল চৌধুরী সুমনকে উদ্দেশ করে বলেন, ‘আমি, সুমনসহ অনেকেই এখানে আছেন, যাঁরা চারুকলায় পড়াশোনা করেছেন। আমি সুমনকে ধন্যবাদ জানাচ্ছি। সেই গানটি সিনেমায় ব্যবহার করেছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আমি অনেক দিন পর্যন্ত জানতাম হাশিম ভাই চারুকলার শিক্ষার্থী।’ গত ২৯ জুলাই ‘হাওয়া’ সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটি সগৌরবে দ্বিতীয় সপ্তাহে চলছে। জলকেন্দ্রিক মিথ নিয়ে সিনেমার গল্প। এখানে আরও অভিনয় করছেন শরীফুল রাজ, সোহেল মণ্ডল, নাসির উদ্দীন খান, সুমন আনোয়ার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat