×
  • প্রকাশিত : ২০২২-০৮-০৭
  • ৭৬ বার পঠিত
রিয়াল মাদ্রিদের সিনিয়র দলে ভিনিসিয়ুস জুনিয়রের অভিষেক ২০১৮-১৯ মৌসুমে। শুরুর মৌসুমে ৩১ ম্যাচে করেছেন ৪ গোল। পরের দুই মৌসুমেও খুব বেশি আলো ছড়াতে পারেননি ভিনিসিয়ুস। ২০১৯-২০ মৌসুমে ৩৮ ম্যাচ খেলে করেছেন ৫ গোল। এর পরের মৌসুমে ৬টি গোল করেন ৪৯ ম্যাচ খেলে।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে তখন আলোচনা উঠেছিল—তাহলে কি রিয়ালে ব্যর্থ হবেন ভিনিসিয়ুস? কিন্তু ব্রাজিলিয়ান তারকা গত মৌসুমে সংশয়বাদীদের বুঝিয়ে দিয়েছেন, ইউরোপে ব্যর্থ হতে আসেননি। গত মৌসুমে রিয়ালের হয়ে ৫২ ম্যাচ খেলে করেন ২২ গোল। তাঁর গোলেই ফাইনালে লিভারপুলকে হারিয়ে গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল।

শুধু গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগই নয়, দুটি লা লিগা ও একটি ক্লাব বিশ্বকাপসহ রিয়ালের হয়ে এরই মধ্যে ছয়টি শিরোপা জেতা হয়ে গেছে ফ্ল্যামেঙ্গোর সাবেক খেলোয়াড়ের। ভিনিসিয়ুস এখানেই থামতে চান না। রিয়ালের হয়ে আরও অনেক শিরোপা জিততে চান তিনি। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগ। কোনো রাখঢাক না রেখেই ২২ বছর বয়সী ফরোয়ার্ড বলে দিয়েছেন সান্তিয়াগো বার্নাব্যুর দলটির হয়ে তিনি ৫ থেকে ৬টি চ্যাম্পিয়নস লিগ জিততে চান।

আগামী বুধবার ইউরোপিয়ান ফুটবলের আরেকটি প্রতিযোগিতায় খেলতে নামবে রিয়াল। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে উয়েফা সুপার কাপের সেই ম্যাচকে সামনে রেখে কথা বলেছেন ভিনিসিয়ুস জুনিয়র। উয়েফার সঙ্গে কথা বলার সময় রিয়ালকে নিয়ে নিজের স্বপ্নের কথা জানিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ভিনিসিয়ুস উয়েফাকে বলেছেন, ‘যত বেশি সম্ভব ম্যাচ জেতার চেষ্টা করাটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে সুপার কাপের মতো প্রতিযোগিতা জিততে চান। মৌসুমের প্রথম শিরোপা জয়ের জন্য সম্ভাব্য সব চেষ্টাই আমরা করব।’

রিয়াল মাদ্রিদ যে ধরনের ক্লাব, জয় ছাড়া অন্য কিছু চিন্তাই করতে পারে না এখানকার খেলোয়াড়েরা—ভিনিসিয়ুস বললেন এমন কথাই, ‘গুরুত্বপূর্ণ ম্যাচে সর্বস্ব দেওয়ার ডিএনএ এই ক্লাব আর জার্সিতেই আছে। গত মৌসুমেও এটাই ছিল মূল ব্যাপার। কিছু ম্যাচে আবেগী উত্থান-পতন ছিল, সেসব ম্যাচে সবকিছু আমাদের মতো করেই হয়েছে।’

একটি ম্যাচের কথা উল্লেখও করেছেন ভিনিসিয়ুস, ‘(চ্যাম্পিয়নস লিগে) বার্নাব্যুতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটি সে রকমই ছিল। রদ্রিগো এসে দুই মিনিটের মধ্যে গোল করল। দুই গোল করে সে আমাদের ফাইনালে তুলল। আমার কাছে এটাই প্রতিযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল।’

চ্যাম্পিয়নস লিগের শিরোপা হাতে ভিনিসিয়ুস, তাঁর গোলই শেষ পর্যন্ত ফাইনালে ব্যবধান গড়ে দিয়েছে। ভবিষ্যতে এমন আরও অনেক গোল করতে চান, রিয়ালের হয়ে জিততে চান ৫–৬টি চ্যাম্পিয়নস লিগ 
চ্যাম্পিয়নস লিগের শিরোপা হাতে ভিনিসিয়ুস, তাঁর গোলই শেষ পর্যন্ত ফাইনালে ব্যবধান গড়ে দিয়েছে। ভবিষ্যতে এমন আরও অনেক গোল করতে চান, রিয়ালের হয়ে জিততে চান ৫–৬টি চ্যাম্পিয়নস লিগ ছবি: রয়টার্স
রিয়ালের হয়ে ভবিষ্যতে কী করতে চান—এমন প্রশ্নের উত্তরে ভিনিসিয়ুস বলেছেন, ‘আমি সব সময়ই বলি যে আমার ক্যারিয়ারে আরও ১৫ বছর সময় আছে। আমি জানি না (চ্যাম্পিয়নস লিগে) আমার পরের ফাইনালটি কবে। জয়সূচক গোল করার অনুভূতিই আলাদা। এর অনুভূতি কী, তা নিয়ে অনেক কিছু বলা যায়, লেখা যায়।’

আসল কথা, রিয়ালকে নিয়ে যেটা তাঁর স্বপ্ন, সেটা সবার পরেই বলেছেন ভিনিসিয়ুস, ‘আমি এখানে আরও অনেক কিছু জিততে চাই। আমি রিয়ালের হয়ে আরও অনেক দিন খেলতে চাই। মাদ্রিদের জার্সিতে আমি ৫ থেকে ৬টি চ্যাম্পিয়নস লিগ জিততে চাই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat