ইংল্যান্ডের ফুটবলে নতুন ইতিহাস লিখলেন ক্লোয়ে কেলি। তার একমাত্র গোলে ৫৬ বছর পর ইউরোর শিরোপা জিতল ইংল্যান্ড।
যে কারণে ক্লোয়ে কেলিকে নিয়ে ইংল্যান্ডে বাড়তি উন্মাদনা চলছে। আর সেই উন্মাদনায় লাভ হয়েছে এক বিমানযাত্রীর।
ক্লোয়ে কেলির সঙ্গে চেহারায় মিল থাকায় ওই বিমানযাত্রী বাড়তি ফি ছাড়াই সুযোগ পেয়ে যান বিজনেস ক্লাসে।
মূলত; বিমানবালা ওই নারীকে তারকা ফুটবলার কেলি ভেবেই এ সুযোগ করে দেন।
ঘটনাটি প্রকাশ্যে এনেছেন ওই বিমানযাত্রী নিজেই। তার নাম সোফি।
টিকটকে সেই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সোফিয়া বললেন, ‘আমাকে কেলি ভেবে বিজনেস ক্লাসে ভ্রমণের সুযোগ দিয়েছেন বিমানবালা।’ এটাই শেষ নয়। বিশাল মেন্যু কার্ড হাতে সোফিয়ার কাছে গিয়ে ওই বিমানবালা প্রশ্ন করেন,‘দুপুরের খাবারে কি খেতে পছন্দ করবেন আপনি?’
বিমানবালা কেন তাকে এমন সম্মান দিচ্ছেন তা প্রথমে বুঝতে পারছিলেন না সোফিয়া। পরে বিষয়টি যখন পরিস্কার হয়, তখন তিনি ওই বিমানবালাকে জানান, তিনি ফুটবলার ক্লোয়ে কেলি নন।
এ জাতীয় আরো খবর..