×
  • প্রকাশিত : ২০২২-০৭-৩১
  • ৪৬ বার পঠিত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার হামলায় ইউক্রেনের কৃষি টাইকুন ওলেক্সি ভাদাতুরস্কির নিহত হওয়ার ঘটনা ‘সমগ্র ইউক্রেনের জন্য বিশাল ক্ষতি’।  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

তিনি একটি বিবৃতিতে বলেন, ওলেক্সি ভাদাতুরস্কি ট্রান্সশিপমেন্ট টার্মিনাল এবং উত্তোলনের নেটওয়ার্কের সঙ্গে জড়িত একটি আধুনিক শস্য বাজার তৈরির কাজ কাজ করছিলেন। 

মাইকোলাইভ অঞ্চলে রাশিয়ার হামলায় ইউক্রেনের অন্যতম বৃহত্তম কৃষি সংস্থা নিবুলনের প্রতিষ্ঠাতা ও মালিক ওলেক্সি ভাদাতুরস্কি এবং তার স্ত্রী নিহত হয়েছেন।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে স্থানীয় গভর্নর ভিটালি কিম বলেন, রোববার মাইকোলাইভে নিজ বাড়িতেই ওই দম্পতি নিহত হন। মাইকোলাইভে স্থানীয় সময় সকাল থেকেই তীব্র গোলাবর্ষণ করছিল রুশ বাহিনী। 

মাইকোলাইভেই নিবুলনের সদর দফতর অবস্থিত। গম, বার্লি এবং ভুট্টা উৎপাদন ও রপ্তানি করে নিবুলন। প্রতিষ্ঠানটির রয়েছে নিজস্ব বিশেষজ্ঞ দল ও শিপইয়ার্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat