দেশে জ্বালানি সাশ্রয় করতে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে গত ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিকবার লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। তবে টানা ১০ দিন শিডিউলভিত্তিক লোডশেডিং করার পর এবার লোডশেডিংয়ে বিরতি দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি (ডিপিডিসি)।
আজ শনিবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে ডিপিডিসি এলাকায় কোনো লোডশেডিংয়ের শিডিউল রাখা হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
কিন্তু একই সময়ে রাজধানীতে ডেসকোর অধীন এলাকাগুলোতে সকাল ১০টা থেকে শুরু হয়েছে লোডশেডিং কার্যক্রম। চলবে রাত ১০টা পর্যন্ত।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি লিমিটেড (ডেসকো) কোথায় কখন লোডশেডিং করবে, সে তালিকা জানিয়ে দিয়েছে তাদের ওয়েব সাইটে।
এ জাতীয় আরো খবর..