×
সদ্য প্রাপ্ত:
মিছিলে ডামি রাইফেল প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ১ বাস্তবায়ন আদেশের খসড়া না দেখে জুলাই সনদে সই করবে না এনসিপি হাসিনার শাসনামলের সঙ্গে বর্তমান সরকারের তেমন কোনো পার্থক্য নেই কিম জং উনের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ট্রাম্প শাহজালালের অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে আসছে চার দেশের বিশেষজ্ঞ দল: স্বরাষ্ট্র উপদেষ্টা নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল পুকুরে ডুবে একসঙ্গে ৩ বোনের মৃত্যু ইসরায়েলি হামলায় বিপর্যস্ত গাজার অর্থনীতি, পুনর্গঠনে সৌদি আরবের সহায়তার পরিকল্পনা ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি ১৬ বছর পর হারানো ক্ষমতা ফিরে পেল সেনাবাহিনী
  • প্রকাশিত : ২০২৫-১০-২৫
  • ৭ বার পঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে বাড়ির পাশের পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর পারুয়ার দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো—স্থানীয় মো. রাজুর মেয়ে সুমাইয়া আক্তার (১১), পাশের বাড়ির মো. কালু মিয়ার মেয়ে রুবিনা পারভীন হাবীবা (৭) এবং পারুয়া সাহাব্দীনগর গ্রামের প্রবাসী মো. নাসেরের মেয়ে জান্নাত আক্তার (১০)। নিহত সুমাইয়া ও জান্নাত আপন খালাতো বোন এবং নিহত হাবীবা সুমাইয়ার চাচাতো বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জান্নাত তার মামার সঙ্গে উত্তর পারুয়া গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে যায়। মামা আর বোন গল্প করার সময় দুই খালাতো বোন স্থানীয় মসজিদ পুকুরে গোসল করতে নামে। পরে তাদের সঙ্গে যোগ দেয় শিশু হাবীবাও। গোসল করার একপর্যায়ে তাদের স্বজনরা ঘরে ফিরিয়ে আনলেও পরক্ষণে তারা আবারও সকলের অগোচরে পুকুরে নেমে তলিয়ে যায়। তাদের দেখতে না পেয়ে স্বজনরা পুকুরে গিয়ে দেখেন তিনজনই ডুবে ভেসে উঠেছে। এ সময় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একইদিন রাত সাড়ে ৮টার দিকে সুমাইয়া ও হাবিবার এবং রাত ১০টার দিকে সাহাব্দীনগরে নামাজের জানাজা শেষে তাদের লাশ দাফন করা হয়।

স্থানীয় মোহাম্মদ হারুন সওদাগর জানান, শিশুগুলোকে তাদের স্বজনরা পুকুর থেকে দুইবার ফিরিয়ে এনেছিল। কিন্তু তারা আবারও সবার অজান্তে পুকুরে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়েন। মাত্র ১৩ দিন আগে দুই খালাতো বোন সুমাইয়া আর জান্নাতের নানি মারা গিয়েছিল। এর শোক কাটাতে ভাগনি জান্নাতকে নিয়ে বোনের বাড়ি এসেছিল মামা লোকমান।

এ বিষয়ে পারুয়া ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন বলেন, তিনটি নিষ্পাপ শিশুর এমন মৃত্যুর ঘটনা আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat