×
  • প্রকাশিত : ২০২২-০৭-২৮
  • ৬৬ বার পঠিত
কেউ ডলার মজুত করলে কিংবা জাল ডলার তৈরি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন-অর রশিদ।

আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হারুন-অর রশিদ বলেন, ডলারের মূল্য বৃদ্ধির এ সময়ে কেউ যদি মজুত করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান প্রেক্ষাপটে কেউ যদি জাল ডলার তৈরি করে, তথ্য পেলে তার বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, কেউ ডলার মজুত করছে বা অবৈধভাবে ডলার তৈরির সরঞ্জাম অথবা মেশিন আছে, আমরা যদি এ ধরনের তথ্য পাই তাহলে অবশ্যই অভিযান পরিচালনা করব। এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি

উল্লেখ্য, সোমবার (২৫ জুলাই) খোলাবাজারে এক ডলার কিনতে খরচ হয়েছিল ১০৪ থেকে ১০৫ টাকা। একদিনের ব্যবধানে মঙ্গলবার (২৬ জুলাই) বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১১ টাকায়। ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat