কার্যকর ভ্যাকসিন আবিষ্কার ও বিশ্বনেতারা একযোগে কাজ করলে দুই বছরেরও কম সময়ে বিদায় নেবে করোনাভাইরাস, এমনটাই আশা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গেব্রিয়াসাস।
শুক্রবার (২১ আগস্ট) সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু প্রায় দুই বছর ধরে ছিলো। সে সময়ের তুলনায় বর্তমানে যোগাযোগ ও প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে। ফলে ভাইরাসটি বিশ্বে দ্রুতই ছড়িয়েছে। তবে এটাও সত্য যে প্রযুক্তিগত উন্নয়নের কারণেই এই ভাইরাসের স্থায়িত্বকাল স্প্যানিশ ফ্লু'র চেয়ে কম হবে।
তিনি আরো বলেন, করোনাকাল শেষ করতে হলে কার্যকরী ভ্যাকসিন আবিষ্কারের পাশাপাশি প্রয়োজন জাতীয় ঐক্য ও বৈশ্বিক সংহতি।