×
  • প্রকাশিত : ২০২২-০৮-০৪
  • ১৩ বার পঠিত
মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে গত সাত বছর ধরে চলছে গৃহযুদ্ধ। ইরান সমর্থিত হুথি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকারের মধ্যে এ যুদ্ধ চলছে। 

যুদ্ধের ভয়াবহতা থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে চার মাস আগে জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে চার মাসের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। ২ অক্টোবর এ চুক্তির মেয়াদ শেষ হয়।

আর এটির সময় শেষ হওয়ার সময় ঘনিয়ে আসার পর ফের যুদ্ধের ভয়াবহতা শুরুর আশঙ্কায় পড়েন সাধারণ মানুষ। 

তবে আপাতত স্বস্তি পাচ্ছেন তারা। কারণ ইয়েমেনের বিদ্রোহী ও  আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে। সোমবার তাদের মধ্যে এ চুক্তি হয়।  

এখন আগামী ২ অক্টোবর পর্যন্ত কোনো ধরনের হামলা না চালাতে সম্মত হয়েছে তারা।
 
ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের দূত হ্যানস গ্রুন্ডবার্গ যুদ্ধ বিরতির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ যুদ্ধবিরতির চুক্তিতে দুই পক্ষ কথা দিয়েছে দ্রুত সময়ে আরও লম্বা সময়ের জন্য যুদ্ধবিরতি করতে নিজেদের মধ্যে আলোচনা বৃদ্ধি করবে। 

সূত্র: আল জাজিরা, আরব নিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat