×
  • প্রকাশিত : ২০২২-০৭-১৮
  • ৬৫ বার পঠিত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা কামাল খারাজি বলেছেন, ইরানের পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে। তবে তা (পরমাণু বোমা তৈরি) করার সিদ্ধান্ত নিইনি।

রোববার এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শান্তিপূর্ণ উদ্দেশেই পারমাণবিক কর্মসূচি চলছে বলে বরাবরই দাবি করে আসছিল তেহরান। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চপর্যায়ের এক ইরানি কর্মকর্তা রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে। তবে দেশটি এখনো তা করার সিদ্ধান্ত নেয়নি।

এএফপির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ‘পরমাণু বোমা তৈরির প্রযুক্তিগত ক্ষমতা আছে’ বলে দাবি করা ওই কর্মকর্তা। তিনি ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যুক্ত একটি উপদেষ্টা বোর্ডের প্রধান হিসেবে দায়িত্বপালন করছেন। তবে কামাল খারাজিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সিনিয়র উপদেষ্টা বলে বর্ণনা করেছে আরেক বার্তা সংস্থা রয়টার্স।

রোববার আলজাজিরা টিভিকে কামাল খারাজি আরও বলেন, প্রযুক্তিগত সক্ষমতা থাকলেও তেহরান এখনো ‘পারমাণবিক বোমা তৈরির সিদ্ধান্ত নেয়নি’।

সূত্র: খবর এএফপি ও রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat