রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, ইউক্রেনে আটক হওয়া যুক্তরাষ্ট্রের দুই নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।
রুশ সেনারা ২৭ বছর বয়সী অ্যান্ডি হুয়েন এবং ৩৯ বছর বয়সী আলেক্সান্ডার ড্রুয়েক নামে দুইজন আমেরিকানকে আটক করে।
অ্যান্ডি হুয়েন যুক্তরাষ্ট্রের মেরিন এবং আলেক্সান্ডার ড্রুয়েক যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কাজ করেছেন।
তারা দুইজনই ৯ জুন খারকিভ থেকে নিখোঁজ হন।
রুশ সেনারা যুক্তরাষ্ট্রের এ দুই সেনাকে আটক করে কথিত দোনেৎস্ক রিপাবলিকের হাতে তুলে দিয়েছে, এমনটাই ধারণা করা হচ্ছে। এখন দোনেৎস্কে তাদের বিচার করা হতে পারে।
আটক এ দুই সেনার ব্যপারে তথ্য জিজ্ঞেস করা হয় রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভের কাছে।
তিনি বলেছেন, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। এ সম্ভাবনা উড়িয়ে দিতে পারি না।
দিমিত্রি পেসকোভ আরও বলেছেন, এগুলো হলো আদালতের সিদ্ধান্ত। আমরা এগুলো নিয়ে মন্তব্য করি না এবং হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার আমাদের নেই।
তবে এই দুই আমেরিকানকে যে রুশ সেনারা দোনেৎস্ক রিপাবলিকের হাতে তুলে দিয়েছে সেটি স্বীকার করেননি পেসকোভ।
এদিকে এর আগে দুই ব্রিটিশ সেনা এবং একজন মরক্কোর নাগরিককে ‘ভাড়াটে সেনা’ হিসেবে কাজ করার অভিযোগে মৃত্যুদণ্ড দেয় দোনেৎস্ক পিপলস রিপাবলিক।
সূত্র: দ্য গার্ডিয়ান
এ জাতীয় আরো খবর..