×
  • প্রকাশিত : ২০২২-০৭-১৬
  • ৬৩ বার পঠিত
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, সৌদি নাগরিকদের জন্য ভ্রমণ ও বাণিজ্য ভিসার মেয়াদ এখন থেকে ১০ বছর মেয়াদী হবে। আগে যা ছিল ৫ বছর মেয়াদী। খবর আল আরাবিয়ার।


শুক্রবার রাতে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র একটি যৌথ বিবৃতি প্রকাশ করে।

সৌদি নাগরিকদের জন্য ভ্রমণ ও বাণিজ্য ভিসার মেয়াদ ১০ বছর করার বিষয়টিকে স্বাগতম জানিয়েছে কিংডম।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি আরব সফরের সময় সৌদি নাগরিকদের এ বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট বাইডেন সৌদি আরবের সঙ্গে ১৮টি চুক্তি করেছেন। 

এদিকে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে বর্তমানে সৌদি আরব সফরে আসেন জো বাইডেন। 

শনিবার তিনি গালফ কো-অপারেশন কাউন্সিল সম্মেলনে যোগ দিয়েছেন। এই সম্মেলনে জর্ডানের কিং আব্দুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি, বাহরাইনের ক্রাউন প্রিন্স শেখ সালমান বিন হামাদ এবং ইরাকের প্রধানমন্ত্রীও যোগ দিয়েছেন।

সম্মেলনটিতে জ্বালানি, মূদ্রাস্ফীতি, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। 

সূত্র: আল আরাবিয়া

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat