×
  • প্রকাশিত : ২০২২-০৭-১৭
  • ৩৮৪ বার পঠিত
বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার সকালে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপ শুরুর পর দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘দেশের মানুষ চায় না এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হোক বা এই সরকারের অধীনে কোনো নির্বাচন হোক। সে কারণেই আমরা এই কমিশনের কোনো সংলাপই বলেন বা তাদের কোনো আলোচনা বলেন বা ইভিএম বলেন আমরা কোনো কমেন্টই করছি না।

কারণ হিসেবে তিনি বলেন, ‘উই ডোন্ট বিলিভ এই নির্বাচন কমিশনের পরিচালনায় কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে। সরকার যদি পরিবর্তন না হয়, নিরপেক্ষ সরকার যদি না আসে, এ দেশে কোনো নির্বাচন হবে না। ’

‘২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনের দায় বর্তমান নির্বাচন কমিশন নেবে না, তারা আগামীতে সুষ্ঠু নির্বাচন করবে’ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের এ রকম বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘লাভ নেই তো ভাই তারা যতই কথা বলুক। প্রশ্নটা হচ্ছে নির্বাচনকালীন সরকার। এটাই মূল প্রশ্ন। পুরো জায়গাটা ওখানে। সেই সরকার যদি ওরা থাকে এবং শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলে কোনোমতেই সেই নির্বাচন সুষ্ঠু হবে না। এটা আমরা দেখেছি গতবার, তার আগে দেখেছি। ’

মির্জা ফখরুল বলেন, ‘নিরপেক্ষ সরকারের বিষয়ে আওয়ামী লীগ তো আলোচনা করার সুযোগই রাখে নাই। তারা তো সরকারে। ড্রাইভিং সিটে স্টিয়ারিং তাদের হাতে। পুরোটা তাকেই (প্রধানমন্ত্রী) করতে হবে। দেশে যখন এই বিষয়ে একটা রাজনৈতিক বড় সংকট আছে। রাজনৈতিক দলগুলোর বেশির ভাগই বলছে আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যেতে চাই না, আমরা একটা নিরপেক্ষ সরকার চাই। ’

আওয়ামী লীগের প্রধান তো উদ্যোগ নিচ্ছেন না উল্লেখ করে তিনি আরো বলেন, ‘বরং তিনি পরিষ্কার বলে দিচ্ছেন ওইভাবে নির্বাচন হবে। তাহলে আপনি সুযোগ রাখছেন কোথায়? স্পেস রাখছেন কোথায়? আপনি পলিটিক্যাল পার্টিগুলোকে স্পেস দিচ্ছেন কোথায়? কোনো মিনিমাম ডেমোক্রেটিক দিচ্ছেন না। মিটিং করতে গেলেই এবং কি মিলাদ পড়তে গেলেও বাধা দিচ্ছেন পুলিশ দিয়ে। গতকালও মুন্সীগঞ্জে আমাদের একটা দোয়া মাহফিল করতে দেয়নি পুলিশ। এই সমস্ত ভণ্ডামির মানে হয় না। এটা তো হিপোক্রেসি। ’

‘আমরা আপনাদের আশা জাগাতে চাই, এ দেশের মানুষ অবশ্যই গণতন্ত্র পুনরুদ্ধার করবে’, এই আশাবাদের কথাও বলেন বিএনপি মহাসচিব।

স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘গত তিন-চার দিন আগে আমি হাসপাতালে গেলাম। আমাকে টেস্ট ধরিয়ে দেওয়া হলো ২২ হাজার টাকা। শুধু টেস্ট। অনলি ব্লাড অ্যান্ড আট্রাসনোগ্রাম। প্রত্যেকটা হাসপাতালে আপনাকে টেস্টের ফর্দ ধরিয়ে দেবেই। এখানে সমস্যা হচ্ছে, এটা দেখার কেউ নেই। মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১১০টার মতো হাসপাতাল ব্যাঙের ছাতার মতো তৈরি হচ্ছে। সেখানে কোনো টিচার নেই বেশির ভাগ হাসপাতালে, নার্স নেই, নার্সিং ইনস্টিটিউট নেই। সেগুলোর দিকে সরকারের কোনো খেয়াল নেই। যার ফলে আজকে গোটা স্বাস্থ্য ব্যবস্থা ধবংস হয়ে গেছে। ’

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে নির্বাচন কমিশনের সংলাপসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের জবাব দেন মির্জা ফখরুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat