একদল জেলে সম্প্রতি ১৬ ফুট লম্বা দৈত্যাকার একটি মাছ ধরেছে। চিলিতে ওই মাছ ধরা পড়ে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার এক প্রতিবেদনে জানিয়েছে। ক্রেনের সাহায্যে মাছটিকে উপরে তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওটি বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে। প্রথমে টিকটকে ভিডিওটি পোস্ট করা হয়। টিকটকে ভিডিওটি প্রায় ১০ মিলিয়ন বার দেখা হয়েছে বলে জানা গেছে। ভিডিও নিয়ে মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয় কারণ প্রাণীটিকে ঐতিহ্যগতভাবে সুনামি এবং ভূমিকম্পের জন্য একটি অশুভ লক্ষণ হিসাবে দেখা হয়।
ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, এই মাছটি ‘ওরফিশ’। ‘রোয়িং ফিশ’ নামেও পরিচিত মাছটি। এই মাছকে আবার ‘কিং অব হেরিংস’ও বলা হয়। এই মাছটি গভীর সমুদ্রে পাওয়া যায়। তবে অসুস্থ হলে পানির উপরিভাগে চলে আসে এই মাছ।
এক একটি ওরফিশের দৈর্ঘ্য ৩৬ ফুটও হয়। তবে এই মাছ খুব কম দেখা যায়।
এ জাতীয় আরো খবর..