রাজধানীর রামপুরার হাজীপাড়ায় তামান্না আক্তার (২২) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মৌলভীরটেক বউবাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। তামান্না আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
তামান্না আক্তারের স্বামী মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, 'মাত্র চার দিন আগে আমাদের বিয়ে হয়েছে।
পারিবারিক বিষয়ে আমাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে সে তার নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। '
তিনি আরো বলেন, 'আমাদের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার পাতাঘাট গ্রামে। বর্তমানে পূর্ব রামপুরার হাজীপাড়ার মৌলভীরটেক বউবাজার এলাকায় একটি বাসায় থাকি। '
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..