সিলেট ও সুনামগঞ্জসহ সারাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত এবং অসহায় বঞ্চিত মানুষের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। দেশের প্রতিটি জেলা শাখা পৃথক পৃথক কোরবানি করে বন্যার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ যৌথভাবে কোরবানির গোশত বিতরণ কর্মসূচি পালন করে।
ঈদের দিন ইসলামী আন্দোলন সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল রাত ১২টা পর্যন্ত কাজ করে কোরবানির গোশত বিতরণ করেন। সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, সিলেট মহানগর নেতা ডা. রিয়াজুল ইসলাম তদারকির কাজ করেন। তারা বলেন, সিলেটে বন্যার প্রথম ধাপ থেকে শুরু করে এখন পর্যন্ত বন্যার্ত মানুষের সহযোগিতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। বন্যা শেষ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন নেতৃবৃন্দ।
এদিকে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ওয়ার্ডে ওয়ার্ডে কোরবানির গোশত বিতরণ কর্মসূচি পালন করেছে। নগর দক্ষিণের প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে একটি গরু কোরবানি করে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে গোশত বিতরণ করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. শহিদুল ইসলামসহ নেতৃবৃন্দের তদারকির মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। নগর সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম সরাসরি কোতোয়ালি থানায় গোশত বিতরণে অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমসহ নেতৃবৃন্দ।
এছাড়াও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের থানায় থানায় কোরবানির গোশত বিতরণ কর্মসূচি পালন করেছে। নগর উত্তরের প্রতিটি থানায় কোরবানি করে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে গোশত বিতরণ করা হয়। ঢাকা মহানগর উত্তর সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মুফতী নিজাম উদ্দিন, ডা. মুজিবর রহমান, রাকিবুল হাসান, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদারসহ নগর নেতৃবৃন্দ।
এ জাতীয় আরো খবর..