×
  • প্রকাশিত : ২০২২-০৭-০৫
  • ৭৭ বার পঠিত
চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে গত ১৫ জুন ফোনে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ওই সময় শি জিংপিংকে রাশিয়া সফরে আসার আমন্ত্রণ জানান পুতিন।

তবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, ভ্লাদিমির পুতিনের এ আমন্ত্রণ প্রত্যাখান করেছেন শি জিংপিং। তিনি বলেছেন, করোনার কারণে আপাতত তিনি রাশিয়ায় ভ্রমণ করতে পারবেন না। 

তবে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, চীনের প্রেসিডেন্টের রাশিয়া সফর নিয়ে সেসব তথ্য দেওয়া হচ্ছে তার পুরোটা সঠিক নয়।

এ ব্যাপারে দিমিত্রি পেসকোভ বলেন, এটি পুরোপুরি সঠিক নয়। চীনে এখনো নির্দিষ্ট কিছু কোভিড বিধি-নিষেধ আছে। এটি সাধারণ এবং সহজেই অনুধাবন করা যায়। 

তিনি আরও বলেন, পুতিনের চীনে যাওয়া এবং শি জিংপিংয়ের রাশিয়ায় আসার আমন্ত্রণ রয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে সব সফর হবে। 

এদিকে ইউক্রেনে হামলা করার কয়েকদিন আগে চীনে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে চীনে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

সূত্র: টাস নিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat