বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, 'একসময় আপনি (প্রধানমন্ত্রী) দম্ভ করে বলেছিলেন লোডশেডিং নেই। কিন্তু তাহলে এখন বিদ্যুৎ নেই কেন? কেন ভয়াবহ বিদ্যুৎবিভ্রাট?'
আজ মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানার ৫০ ও ৬৪ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রশ্ন করেন।
ইভিএমের কঠোর সমালোচনা করে ড. মোশাররফ হোসেন বলেন, এই সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে। আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগ ইভিএমকে কাজে লাগাতে চায়।
কারণ ইভিএমে আপনি যেখানেই ভোট দেন, সেটা নৌকাতে গিয়ে পড়বে। তাই আগামী নির্বাচন হাসিনার অধীনে নয় হাসিনামুক্তভাবেই করতে হবে। ইভিএম মুক্তভাবেই করতে হবে।
ড. খন্দকার মোশাররফ হোসেন সকল বিচারবহির্ভূত হত্যার বিচারের প্রতিশ্রুতি দিয়ে বলেন, এগুলো থেকে মুক্তি পেতে হলে এই সরকারের পতন ঘটাতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপি নেতা আবদুস সালাম, রফিকুল আলম মজনু, নবী উল্লাহ নবী, ইশরাক হোসেন, সাব্বির আহমেদ আরেফ, লতিফুল্লাহ জাফরু, আব্দুল হাই পল্লব, জামশেদুল আলম শ্যামল ও নাসরিন রশীদ পুতুল প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে ওয়ার্ড নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে ৫০ নম্বর ওয়ার্ডে শাকিল মোল্লা সভাপতি, ওয়াসিমুল কবির সাধারণ সম্পাদক ও সাইদুর রহমান মাসুদ সাংগঠনিক সম্পাদক এবং সাংগঠনিক ওয়ার্ড ৬৪ (পশ্চিম) এ আমানুল্লাহ বক্স সভাপতি, সালাউদ্দিন খান রিপন সাধারণ সম্পাদক ও লুৎফর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ জাতীয় আরো খবর..