×
  • প্রকাশিত : ২০২২-০৭-০৫
  • ৬৮ বার পঠিত
যেন একটি যুদ্ধের সমাপ্তি হতে যাচ্ছে আজ। রেলের টিকিট কেনাটাকে যুদ্ধ বললে মোটেই বেশি বলা হবে না। একটি টিকিটের জন্য ১৪ ঘণ্টাও লাইনে দাঁড়িয়ে ছিল শত শত মানুষ। সারা রাত অপেক্ষা করেছে এমন সংখ্যা হাজারের বেশি।

এক দিনে টিকিটের জন্য অনলাইন সার্ভারে হিট পড়েছে সাড়ে ১৪ কোটি।
ঢাকা থেকে রেলের টিকিট আছে মাত্র সাড়ে ২৬ হাজারের কিছু বেশি। আজ অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন। আজ বিক্রি হবে ঈদের আগের দিন অর্থাৎ শনিবারের টিকিট।

গতকাল বিক্রি হয়েছে শুক্রবারের টিকিট। তাই এদিনও তুলনামূলকভাবে ভিড় ছিল ঢাকার সাত স্টেশনে। গতকাল সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাত স্টেশন মিলিয়ে কাউন্টারে বিক্রি হয়েছে ১৩ হাজার ৩৬০টি টিকিট। আর অনলাইনে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ মিলিয়ে বিক্রি হয়েছে আরো ১২ হাজার ২৫টি টিকিট।

গতকালও স্টেশনে এসে টিকিট না পেয়ে ফিরে যেতে হয়েছে অনেককে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘খবরে শুধু স্টেশনের ভিড় দেখেছি। এই প্রথম নিজে টিকিট কিনতে এলাম; কিন্তু টিকিট আর পাওয়া হবে বলে মনে হচ্ছে না। এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকাও কষ্টের। ’

টিকিটের জন্য কমলাপুরে ভোরে লাইনে দাঁড়িয়েছিলেন নোমান মাহমুদ। পরিবারের সদস্যদের নিয়ে ট্রেনে বাড়ি যেতে চেয়ে ছিলেন, কিন্তু সেই আশা আর পূর্ণ হলো না তাঁর। নোমান বলেন, ‘আমি স্টেশনে এসে দেখি হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। তখনই বুঝে ছিলাম আমার আর টিকিট পাওয়া হবে না। তার পরও লাইনে দাঁড়াই। কাউন্টার থেকে আমি তখনো অনেক দূরে, ঘোষণা এলো টিকিট শেষ। 

তবে অনেকেই টিকিট পেয়েছেন। হারুন মিয়া টিকিট পেয়ে খুব খুশি। যদিও তিনি লাইনে অপেক্ষা করেছেন ১৪ ঘণ্টা। আগের দিন এসেছেন কমলাপুর স্টেশনে। সন্ধ্যা থেকে লাইনে আরেকজনকে রেখে একটু হাঁটাহাঁটি করেছেন। রাতে টিকিটের লাইনে ঘুমিয়েছেন। সকালে পেয়েছেন কাঙ্ক্ষিত টিকিট। হারুন মিয়া খুব মজার সুরে বললেন, ‘রেলের তিনটা টিকিট পেতে গত ১৪ ঘণ্টায় আমি যা যা করেছি, সেসব ঘটনা দিয়ে একটি সিনেমা বানানো সম্ভব। তবে শেষ পর্যন্ত টিকিট পেয়েছি, এটাই সফলতা। ’

এদিকে আজ রেলের ঈদ যাত্রার টিকিট বিক্রি শেষ হলেও আগামী বৃহস্পতিবার শুরু হবে ফিরতি টিকিট বিক্রি। রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদ শেষে ফিরতি ট্রেনের ক্ষেত্রে ১১ জুলাইয়ের টিকিট ৭ জুলাই, ১২ জুলাইয়ের টিকিট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকিট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট ১১ জুলাই পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat