‘বিগ বস ১৩’-এর কল্যাণে ‘ঘরের মানুষ’ হয়ে গিয়েছিলেন পাঞ্জাবি অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল। এই রিয়্যালিটি শোর আসরে শেহনাজ নিজেকে পাঞ্জাবের ‘ক্যাটরিনা কাইফ’ বলে পরিচয় করিয়েছিলেন। তবে আজ তিনি শুধু পাঞ্জাবের নয়, সারা ভারতের প্রেরণা। শিগগিরই সালমান খানের ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে তাঁর। সম্প্রতি ফ্যাশন শোর র্যাম্পে বধূর বেশে সবার নজর কেড়েছেন শেহনাজ। তবে আজকের এই নাম–যশ—সবকিছুই সাময়িক বলে মনে করেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শেহনাজ নিজের এই তারকাখ্যাতি সম্পর্কে বলেছেন, ‘সবার জীবনে সুসময় আসে। এখন যেমন আমার চলছে। আমি জানি এই সবকিছু সাময়িক। যদি কঠোর পরিশ্রম করি, নিজের সেরাটা উজাড় করে দিই, তাহলে হয়তো এই সময়টা একটু লম্বা হবে। কিন্তু একদিন এই সবকিছু জীবন থেকে দূরে চলে যাবে। এটাই চরম সত্যি। তাই আমি বর্তমান নিয়ে বাঁচি।’
এখন ভবিষ্যতের ভাবনা ভাবতে গেলে বর্তমানও বরবাদ হতে পারে উল্লেখ করে শেহনাজ আরও বলেন, ‘যদি ভবিষ্যতের কথা এখনই ভাবতে বসি, তাহলে এ মুহূর্তটা বরবাদ করে ফেলব। আমি আজকের সময়কে পুরোপুরি উপভোগ করি। আগামী দিনে কপালে কি লেখা আছে, তা তো জানি না।’
বলিউডে টিকে থাকতে ক্রমাগত পরিশ্রমে আপত্তি নেই শেহনাজের। তিনি বলেন, ‘বিনোদন–দুনিয়ায় আমি পাঁচ বছর আছি। আজও নিজেকে নবাগত মনে করি। কারণ, শেখার শেষ নেই। এমন কয়েকজন তারকা আছেন, যাঁরা দশকের পর দশক ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন। তাঁরা এখনো একই রকমভাবে পরিশ্রম করে চলেছেন।’
এখন শেহনাজের মূল লক্ষ্য সুযোগের সদ্ব্যবহার করা, ‘আমি নিজের প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে চাই। সে জন্য বিশেষ কোনো মাধ্যম আমার কাছে প্রাধান্য পায় না। এখনকার অভিনয়শিল্পীদের নিজের প্রতিভা দেখানোর অনেক সুযোগ আছে। আমিও সেসব সুযোগের সদ্ব্যবহার করতে চাই। নির্দিষ্ট কোনো মাধ্যমে নিজেকে বেঁধে রাখতে চাই না। দুনিয়াকে দেখাতে চাই আজ পর্যন্ত যা করেছি, সেটা থেকে আরও ভালো করতে পারি।’
এ জাতীয় আরো খবর..