আগামী শনিবার (২ জুলাই) সাপ্তাহিক ছুটির দিনে বাণিজ্যিক ব্যাংকগুলোর কিছু শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হজ বিষয়ক কার্যক্রমের জন্য সারা দেশে ব্যাংকগুলোর শাখা বা উপশাখা চাহিদা অনুযায়ী পূর্ণ দিবস খোলা রাখতে হবে সীমিত সংখ্যক জনবল দিয়ে।
এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা জারি করেছে।
সার্কুলারে এ ব্যাপারে ব্যাংকগুলোকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া শনিবার বৈদেশিক বাণিজ্যের স্বার্থে বেশ কিছু বৈদেশিক বাণিজ্য শাখা খোলা থাকে। সেগুলোতেও হজের কার্যক্রম সম্পন্ন করা যাবে।
এ জাতীয় আরো খবর..