×
  • প্রকাশিত : ২০২২-০৬-৩০
  • ৯৯ বার পঠিত
চট্টগ্রাম, রংপুর, বরিশাল ও গাজীপুর মেট্রোপলিটন পেল নতুন পুলিশ কমিশনার। এর মধ্যে ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়কে চট্টগ্রাম মেট্রোপলিটন কমিশনার, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) নুরে আলম মিনাকে রংপুর, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোল্যা নজরুলকে গাজীপুর ও চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. সাইফুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া আরো পদোন্নতিপ্রাপ্ত ২৫ জন ডিআইজিকে পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে তিনজন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিনে (র‍্যাব) কর্মরত রয়েছেন।

আজ বৃস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে নতুন কমিশনার এবং ডিআইজিদের পদায়ন করা হয়।

এ ছাড়া দুজন ডিআইজিকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে  রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ২৫ জন পুলিশ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে র‍্যাবের পরিচালক মো. মোজাম্মেল হককে হাইওয়ে পুলিশের ডিআইজি, র‍্যাবের পরিচালক মাহফুজুর রহমানকে হাইওয়ে পুলিশের ডিআইজি, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. রেজাউল হককে পুলিশ স্টাফ কলেজে, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. মনির হোসেনকে এসবি, অ্যান্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে নৌপুলিশে, সিলেটের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষকে এপিবিএন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্রকে রেলওয়ে পুলিশ, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি কাজী জিয়াউদ্দিনকে পুলিশ অধিদপ্তরে, পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মো. গোলাম রউফ খানকে পুলিশ একাডেমি রাজশাহী, ডিএমপির যুগ্ম কমিশনার মো. মাহবুব আলমকে এপিবিএন, র‍্যাবের পরিচালক শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে শিল্প পুলিশ, ডিএমপির যুগ্ম কমিশনার শামীমা বেগমকে এসবি, ডিএমপির যুগ্ম কমিশনার মিরাজ উদ্দিন আহম্মেদকে পিবিআই।

এ ছাড়া বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহকে পুলিশ একাডেমি, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ মিজান শাফিউর রমানকে অ্যান্টিটেররিজম ইউনিট, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি এম এম মোস্তাক আহমেদ খানকে পুলিশ অধিদপ্তরে, ঢাকা রেঞ্জের ডিআইজি জিহাদুল কবিরকে শিল্পাঞ্চল পুলিশ, ডিএমপির যুগ্ম কমিশনার মঈনুল হককে শিল্পাঞ্চল পুলিশে, ডিএমপির যুগ্ম কমিশনার মো. ইলিয়াছ শরীফকে টুরিস্ট পুলিশে, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শাহ আবিদ হোসেনকে এপিবিএন, র‍্যাবের পরিচালক মো. জামিল হাসানকে এপিবিএন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশ ও ডিএমপির যুগ্ম কমিশনার মো. আনিসুর রহমানকে সিআইডিতে ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat