×
  • প্রকাশিত : ২০২২-০৬-২৪
  • ১৫ বার পঠিত
করোনাভাইরাসের টিকা প্রস্তুতকারী মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের সহযোগী জার্মান প্রতিষ্ঠান বায়োঅ্যানটেক আফ্রিকায় এ টিকা তৈরির কারখানা বানাচ্ছে।

আফ্রিকার দেশ রুয়ান্ডার রাজধানী কিগালিতে বৃহস্পতিবার এ টিকা তৈরির কারখানার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। খবর আনাদোলুর।

বিশ্বের শীর্ষ টিকা প্রস্তুতকারী এ প্রতিষ্ঠানটির সঙ্গে গত বছর রুয়ান্ডা ও সেনেগালের চুক্তি হয়েছিল। সেনেগালের ইনস্টিটিউট পেসটিউর ডি দাকার নামে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রুয়ান্ডার সঙ্গে যৌথভাবে এ করোনার টিকা উৎপাদন করবে।
 
রুয়ান্ডার পর বায়োঅ্যানটেক সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকায়ও করোনার টিকা তৈরির কারখানা তৈরি করবে বলে ঘোষণা দিয়েছে।
 
বায়োঅ্যানটেকের প্রধান নির্বাহী ওগুর সাহিন বলেছেন, জার্মানিতে তাদের টিকা তৈরির যে কারখানা আছে, ঠিক সেইটির আদলেই আফ্রিকায় তৈরি হচ্ছে করোনা টিকার কারখানা।

আফ্রিকায় তৈরি কারখানার ল্যাবে কাজ করার জন্য ১০০ কর্মীকে প্রশিক্ষণ দিচ্ছে জার্মানির ওই প্রতিষ্ঠানটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat