×
  • প্রকাশিত : ২০২২-০৬-২৪
  • ৭৪ বার পঠিত
দেশের যেকোনো সংকটের মুহূর্তে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষের সহযোগিতা করতে যাচ্ছে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। গত মঙ্গলবার (২১ জুন) সমন্বিত উদ্যোগে দুর্গত মানুষকে সহযোগিতা করতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।  

বৃহস্পতিবার (২৩ জুন) সংবাদমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

 
আহ্বায়ক কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়াকে উপদেষ্টা এবং ঢাবির সাবেক সিনেট সদস্য ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুসকে আহ্বায়ক করা হয়। এতে সদস্য সচিব করা হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌসকে।  

এছাড়া দিগার মোহাম্মদ কৌশিক, মোঃ নাজিম উদ্দিন হাসান শুভ, আরাফাত আরেফিন উৎস, জয় দাস, কামরুল ইসলাম, তুষার চৌধুরী, মাহমুদা কবির শাওন, মো. নাজমুস সাকিব, মো. সিরাজুল ইসলাম রুবেল, মেফতাহুল ইসলাম পান্থ ও শিবলী হাসান জয়কে কমিটির সদস্য করা হয়।  

সমন্বিত এ উদ্যোগকে এগিয়ে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষে সব সময়ের জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat