×
  • প্রকাশিত : ২০২২-০৬-২৩
  • ৮৩ বার পঠিত
ফারহার পারিবারিক জীবন নিয়ে যখন সালিস বসে তখন পাশের বাড়িতে ঘটে যায় তুলকালাম এক কাণ্ড। মোটাদাগে এটাই আবরার আতহারের ‘ওয়ান পিস মেড কারিগর ইজ ডেড’-এর গল্প। ২৫ জন অভিনয়শিল্পী এই ছবিতে অভিনয় করেছেন।
এই কাজের মধ্যমে দীর্ঘদিন পর পর্দায় একসঙ্গে দেখা যাবে শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী দম্পতিকে। 

আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালও। এ ছাড়া আছেন রোকেয়া প্রাচী, ইয়াশ রোহান, তাসলিমা হোসেন, আশীষ খন্দকার, ইরফান সাজ্জাদ, শরীফ সিরাজ, তৌফিকুল ইসলাম, আরিক আনাম খান, নাওয়াফ নাসের, সায়রাজ মেহেদি, শরিফুল ইসলাম, সৈয়দ গোলাম সারওয়ার, ইউনুস আলী, সৈয়দ নাজমুস সাকিব, ইফতেখার ইমাজ, ফাহি তানু, রিমন হোসেন খান, বিজয়া রত্নাবলি, সোহান রহমান, রিয়াসাত সালেকিন, আবরার জাহিন, ইমান প্রধান, আতহার মিজবাহ।

পরিচালক আবরার আতহার কাজটি সম্পর্কে বলেন, ‘পিপলু ভাই ও সুমন ভাইয়ের সঙ্গে কাজ করাটা ছিল আমার জন্য ভয়ের, চ্যালেঞ্জের ও উত্তেজনার। অনেক কিছু শেখারও ছিল। আমরা তিনজন ভিন্ন তিন রকমের গল্পকার। সবাই সমসাময়িক বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছি, যা প্রতিনিয়ত আমাদের চোখের সামনে ঘটে থাকে, তা শৈল্পিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat