×
  • প্রকাশিত : ২০২২-০৭-০১
  • ২৭ বার পঠিত
কারিনা কাপুর খান, ক্যাটরিনা কাইফ থেকে সোনাক্ষী সিনহা—বলিউডে মোটরবাইকপ্রেমী অভিনেত্রী আছেন অনেকেই। সেই তালিকায় নতুন সংযোজন কীর্তি কুলহারি। তাঁর বাইক প্রেমের কথা গত ডিসেম্বরেই জানান দিয়েছিলেন। তখন নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন নতুন কেনা রয়্যাল এনফিল্ড ক্ল্যাসিক ৩৫০ মডেলের মোটরবাইকের ছবি। লিখেছেন, ‘এটা সত্যিই বিশেষ কিছু। আমার জন্য বিশেষ এক মুহূর্ত। কারণ, নিজের একটা বাইক হবে, এটা কখনো মনে হয়নি। কিন্তু এই সুন্দর মোটরবাইকটি আমার।’ 

মোটরবাইক কেনার কথা ঘটা করে জানালেও এরপর বাইক চালানো নিয়ে আর তেমন কিছু জানাননি ‘পিংক’ অভিনেত্রী। তবে এবার বাইক নিয়ে জানালেন ‘বড় খবর’। প্রিয় মোটরসাইকেল নিয়ে ৮ দিনে ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি। তা–ও যেনতেন জায়গায় নয়, বাইকারদের জন্য অন্যতম রোমাঞ্চকর পথ লাদাখে! যেখানে রয়েছে বিশ্বের উচ্চতম মোটরবাইক চালানোর রাস্তা। যার উচ্চতা ১৯ হাজার ৩০০ ফুট।

বাইকে চুমু খাওয়ার ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে কীর্তি লিখেছেন, ‘চলো, শেষ থেকে শুরু করি। গত ৮ দিনে ৮০০ কিলোমিটার রাইড করার পর এইমাত্র লেহ পৌঁছেছি। সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত আছি। এই যাত্রা শেষ করতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটাই আমার প্রথম বাইক ট্রিপ। প্রায় এক বছর আগে থেকে এই সফরের কথা ভেবেছিলাম আর এখন এখানে পৌঁছে গেছি।’

স্মরণীয় ভ্রমণের জন্য তাঁর বন্ধুদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘কয়েকজন বিশেষ লোককে ধন্যবাদ জানাতে চাই এই ট্রিপের জন্য। যাঁরা আমার পেছনে থেকে আমাকে ডানা মেলে আরও উঁচুতে উড়তে সাহায্য করেছেন।’ পুরো ভ্রমণের ছবি পরে শেয়ার করবেন বলেও জানান অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat