জাতীয় শুদ্ধাচার পুরস্কার নীতিমালা ২০১৭-এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে প্রধান কার্যালয়সহ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ১২ জন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এই পুরস্কারের জন্য মনোনয়ন প্রদান সংক্রান্ত পত্রে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন-১) মো. আমিনুল হক।
মনোনীত ১২ জন হলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক (কাবিখা-৩) মো. নায়েব আলী, রাজশাহীর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সালাহউদ্দিন আল ওয়াদুদ, গাজীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নাজনীন শামীমা, কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহা আলম মোল্লা, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (যানবাহন) মোহাম্মদ হাফিজুর রহমান, ফেনী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, প্রধান কার্যালয়ের উচ্চমান সহকারী (ত্রাণ-২) মো. ফরিদ উদ্দিন, ডিআরআরও অফিস হবিগঞ্জের বেতারযন্ত্রচালক মো. নুর উদ্দিন, লালমনিরহাটের আদিতমারী উপজেলা পিআইও অফিসের অফিস সহকারী মো. জাহাঙ্গীর আলম, প্রধান কার্যালয়ের গাড়িচালক আ. হালিম, প্রধান কার্যালয়ের অফিস সহায়ক মো. জাহাঙ্গীর আলম ও রাঙামাটি ডিআরআরও অফিসের অফিস সহায়ক ইয়াছিন কাদের।
এ জাতীয় আরো খবর..